এত চমৎকার এক উদ্বোধনী অনুষ্ঠান দেখে আনন্দ আর ধরে রাখতে পারছি না, ব্লগ গুলোতে আর পত্রিকায় বিভিন্ন জনের একই ধরণের রিভিউগুলো বার বার পড়েও বিরক্তি আসছে না। আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০১১ উদ্বোধনী অনুষ্ঠান দেখে একই সাথে বিষ্মিত, আনন্দিত, আবেগে আপ্লুত এবং আহ্লাদিত। স্মরনীয় হয়ে রইলো দিনটা।
একটা ভয় ছিল, এ অনুষ্ঠানে হয়তো বাংলাদেশকে খুব বেশি ফুটিয়ে তোলা হবে না, বাংলাদেশের চাইতে ইন্ডিয়ার সংস্কৃতিকে বেশি প্রধান্য দেওয়া হবে। বিশ্বকাপ ক্রিকেট উদ্বোধনী অনুষ্ঠান দেখার পর থেকে মনে একটা প্রশান্তি বিরাজ করছে। শুধুমাত্র দীর্ঘ বক্তিতার পর্ব ও রুনা লায়লার ঐ উর্ধু গান ছাড়া সবই ভাল লেগেছে। চমৎকার আলোকসজ্জা, আতোশবাজী; অনুষ্ঠানের পর্বটি আরও মনোমুগ্ধকর। অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতি, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৫১ সালের ভাষা আন্দোলন, ঐতিহ্য, আদিবাসী, বন, মানুষ সবই ফুটিয়ে তোলা হয়েছে। সাথে অসাধারণ এক ডকুমেন্টারি ‘ওয়েলকাম টু দ্যা স্কুল অফ লাইফ – বিউটিফুল বাংলাদেশ’।
ICC World Cup 2011 Opening ceremony Pictures:
প্লাস + তারা টিপিলাম