1.স্ত্রীঃ জানো আজ একটা বাজে জিনিস হয়েছে৷
স্বামিঃ কী?
স্ত্রীঃ আজ গোছল করে কাপড় বদলানোর সময় ভুলে সদর দরজা খোলা ছিল৷
স্বামিঃ কী সর্বনাশ ৷ কোন সমস্যা হয়নিতো?
স্ত্রীঃ সমস্যা হয়নি মানে৷ আমি কেবল ব্রা পরছি এমন সময় তোমার বন্ধু ঘরে ঢোকে! কি লজ্জার ব্যাপার বলতো?
স্বামিঃ তখোন তুমি কি করলা?(রাগত
.
.
.
.
.
.
.স্ত্রীঃ আমি আর কি করব৷ লজ্জায় ব্রা দিয়ে মুখ ঢাকলাম !
ভীতসন্ত্রস্থ হয়ে সে স্ত্রীকে জিগ্গেস করলো, “তোমার কি হয়েছে?”
স্ত্রী কাপতে কাপতে বলল,”মনে হয় আমার হার্ট এটাক হয়েছে!”
তাড়াতাড়ি ডাক্তার ডাকতে রুম থেকে বের হবার সময় তার কত ছেলেটি ভয়ে ভয়ে বলল,”বাবা, ও বাবা, রোকন চাচা না তোমার আলমারিতে ল্যাংটা হয়ে ঢুকা আছে!”
তখন লোকটি আলমারি খুলে দেখলআসলেই তো তাই|
বেশ রাগ হয়ে সে বলল,”আচ্ছা রোকন তোমার আক্কেলটা কি? আমার বউ হার্ট এটাকে মারা যাচ্ছে আর তুমি কিনা ল্যাংটা হয়ে আমার বাচ্চা ছেলেটাকে ভয় দেখাচ্ছ?”
[ভালো লাগলে লাইক দিবেনঃধন্যবাদ]
3.নার্স ডাক্তারকে বলছেঃ
নার্সঃ (চিন্তিত হয়ে) স্যার, যতবার নিচু হয়ে আমি পেসেন্টের পালস দেখতে যাচ্ছি ততবার উনার পালস বেড়ে যাচ্ছে। কি করি ?
▐
▼
… ▐
▼
▐
▼
▐
▼
▐
▼
▐
▼
ডাক্তারঃ
“আপনার ব্লাউজের বোতামটা খোলা, ওইটা ভাল করে আটকে নিন আর মেলামাইন যুক্ত শিশু খাদ্য দূরে রাখলেই পালস ঠিক হয়ে যাবে !
4.একরাতে মহিলা টিভিতে রান্নার অনুষ্ঠান দেখছিল, তা দেখে তার জামাই এসে বলল, ‘তুমি রান্নার অনুষ্ঠান দেখছ কেন? তুমি তো রান্নাই করতে পারো না’
‘তুমি তাহলে সেক্সের ভিডিও দেখ কেন?’ বউয়ের পালটা জবাব।
[ জোকস ভাল লাগলে লাইক করে আমাদের জোকস দিতে উৎসাহ দিবেন । ধন্যবাদ ]
5.সেক্স করার পর বিছানায় শুয়ে বয়ফ্রেন্ড
গার্লফ্রেন্ড অবাক হয়ে জিজ্ঞাসা করলো : ‘কেন কেন?’
‘পাছায় ঘষে ঘষে যা একখান পাছা বানিয়েছ, দুধে ঘষলে হবে না?’