এক টুকরো মুখের হাসি

1.মৃত্যু দন্ড প্রাপ্ত আসামি ইলেক্ট্রিক

্যাল চেয়ারে বসে পুলিশকে জিঞ্জাসা করল ঃ স্যার , বেশী কষ্ট হইব স্যার ?পুলিশঃ আরে না !! অল্প একটু।

কিছুক্ষণ পর আসামি মাগো বাবাগো বইলা চিল্লাইয়া উইঠা বললঃ স্যার এত গরম লাগে কেন্‌ !!!!

পুলিশঃ বুঝলেন না ? কারেন্ট নাই তো । চেয়ারের নীচে মোমবাতি দিয়া মৃত্যু দন্ড কার্যকর করা হইতাছে :প

**এক বন্ধু আরেক বন্ধুর সাথে গল্প করছিল। গতকাল বাড়ির পেছনের জঙ্গলে ঢুকতেই দেখলাম বিশাল একটা বাঘ। আমি সঙ্গে সঙ্গে পেছনে ফিরে দৌড় দিলাম। বাঘটাও আমার পেছন পেছন দৌড়াতে শুরু করলো। ছুঁই ছুঁই করেও ছুঁতে পারছিল না। বারবার পিছলে পড়ে যাচ্ছিল আর আমিও সেই সুযোগে শেষ পর্যন্ত বাড়ির ভেতরে ঢুকে পড়লাম। এরপর-
২য় বন্ধুঃ তোর তো অনেক সাহস! আমি হলে তো ভয়েই হিসু করে দিতাম।
১ম বন্ধুঃ আরে, বাঘ তো এ কারণেই বার বার পিছলে পড়ছিল।

 

সিনেমায় নায়িকা বিকিনি পড়েনাচছে।
Director আার Producerকথ া বলছে…
Pro: নায়িকাতো জোস.. কাপড় যখন কমই
পড়িয়েছেন তখন ঐটুকু রাখার দরকার কি ছিল?
Director মুচকি হেসে… “আরে ভাই, ঐটুকু না রাখলে ভিলেন
এসে খুলবে কি?

 

একদিন এক মেয়ে ছোটকাপড় পরে স্কুলে গেলো!!
শিক্ষক তার ছোট কাপড় দেখে প্রশ্ন করলেনঃ “আজকে ছোট জামা পড়ে আসার মানেকি??”
তখন মেয়েটি উত্তর দিলোঃ”স্যার, আজকে তো হাফ স্কুল তাই হাফ জামা পড়ছি!!”
তখন সব ছেলেরা গোবেচারার মত বলে উঠলোঃ “স্যার প্লিজ একদিন বন্ধের দিনেও একটা ক্লাস নেন না!

 

 

এক মেয়ে বসুন্ধরা সিটিতে ফোন কিনতে গেছে। এক দোকানে ঢুকে একটা ফোন দেখিয়ে সে দোকানদারকে

বলল, ”এটার দাম কত?”
দোকানদার : ”২০০০০ টাকা ”
মেয়ে : ‘ওরে বাবা !!
মেয়ে : ‘আর ঐ ফোনটার দাম কত?”▐


দোকানদার : ”ওরে বাবা + ওরে বাবা !”

এক ছেলে এক মেয়েকে খুব ভালোবাসত কিন্তু এক দুর্ঘটনাতে

মেয়েটি মারা যায় !
ছেলেটি খুব কষ্ট পায় সে দিন রাত অবিরাম কেঁদে যায় :'(
অনেকেই তাকে সান্ত্বনা দেয় কিন্তু কেউ তার কান্না থামাতে পারেনা !
এক দিন এক স্বপ্নে সে দেখে তার সেই প্রিয়তমা সম বয়সী অনেক মেয়ের সাথে স্বর্গে আছে সেটা দেখে সে খুশি হয় ; কিন্তু সে এটা দেখে অবাক হয় সবার হাতে একটা জ্বলন্ত মোমবাতি আছে কিন্তু তার প্রিয়তমার হাতে মোমবাতি থাকলেও তা নেভানো…!!
ছেলেটি তাকে বলে তোমার মোমবাতি নেভানো কেন?
মেয়ের উত্তর : আমি যখন ই এটা জ্বালাতে যাই তোমার কান্না এসে এটি ভিজিয়ে দেয় ; প্লীজ আর কেদনা !

আরো একটু  পেতে:

http://adf.ly/345833/hashirjholok.blogspot.com/

Leave a Comment