একটু প্রাণ খুলে হাসুন !!!১৪!!!

##এক ভিক্ষুক ১০০০টাকা খুঁজে পেল……..

.

সে একটা ৫স্টার হোটেরে গিয়ে ডিনার করলো….

.

বিল হলো ৫০০০টাকা

.

সে বিল দিতে পারলো না

.

ম্যানেজার তাকে পুলিশের হাতে তুলে দিল….

.

সে পুলিশকে ১০০টাকা দিয়ে ছাড়া পেয়ে গেল !!

##স্বামী ,স্ত্রী কে আজ কি রান্না হবে?
স্ত্রীঃ আপনি যা বলেন
স্বামীঃ আচ্ছা মাছ রান্না কর।
স্ত্রীঃ গতকাল ই না করলাম
স্বামীঃ তাহলে সবজী রান্না কর।
স্ত্রীঃ বাচ্চারা পছন্দ করেনা
স্বামীঃ তাহলে কিমা রান্না কর।
স্ত্রীঃ এটা তো আমি পছন্দ করিনা
স্বামীঃ হুম পরটা হলে কেমন হয়।
স্ত্রীঃ রাতে পরটা কে খাবে।
স্বামীঃ তাহলে আজ রান্নাটা হবে কি?
স্ত্রীঃ আপনি যা বলেন!!!!

##প্রেমিকঃ”আমার সারা দুনিয়ার
কাছে বলতে ইচ্ছা করছে যে… I love
u…”প্রেমিকাঃ”তাহলে বল…”প্রেমিক প্রেমিকার
কানে কানে”I love
u”প্রেমিকাঃ”আমাকে বললে কেন?”প্রেমিকঃ”কারণ
… তুমি ই আমার পৃথিবী…
“Moral:
.
.
.
.
.
.
.
.
.
.
মোরাল টোরাল ছাড়েন…
ছেলেটার চাপাবাজির লেভেল দেখেন…:

##স্ত্রীঃ ওগো শুনছো, স্বর্গে নাকি স্বামি স্ত্রী একসাথে যেতে পারবে না?

স্বামিঃ হুমমম! এই কারণেই ওটা স্বর্গে। পিঃ…………………

##স্ত্রীঃ সামনের বাসার ছেলেটা আমার জানালায় শুধ উঁকি মারে। একটা পর্দা লাগানোর ব্যবস্থা কর।
স্বামীঃ ভালোমতো একবার তোমাকে দেখতে দাও তারপর আর পর্দা লাগাতে হবে না।

সময় থাকলে ঘুরে আসুন:
http://adf.ly/345833/hashirjholok.blogspot.com/

Leave a Comment