ভাঙ্গা কেল্লায় ফের উড়বে নিশান

১৬/০১/২০১২
(১৩ জানুয়ারী আওয়ামীলীগ সরকার কর্তৃক কাফেলা শিল্পী গোষ্ঠীর অনুষ্ঠান ভেঙ্গে দেওয়ার প্রতিবাদে)

ওরা চাই
মঞ্চে ঝিলিক বাতির চাকচিক্যতায়
ঝলসে উঠা অসভ্য তরুনীর অশ্লীল গান,
কামাকাক্সক্ষায় অস্থির
নর্তকী ষোড়শীর বিশ্রী আহ্বান।
ওরা চাই
অপসংস্কৃতি! আঘাতে আঘাতে
মরে যাক সংস্কৃতির শুভ্র পায়রা,
নগ্নতা, কদাচার আর বেহায়াপনায়
ভরে যাক আমাদের এ সুন্দরী ধরা।
ওরা চাই
মাতলামি! জুয়ার আসর-
গাজাটির আড্ডা, বেহুদা আলাপন,
ভূবন জোড়ে চলুক জোরে
মদ বিয়ারের সেলিব্রেশন।
ওরা চাই
মূর্খতা! চারিদিকে ছেয়ে যাক আধাঁর
সুপ্তই থেকে যাক সুপ্ত প্রতিভা,
ম্লান হোক শিক্ষার আলো
নিভে যাক সত্যের দীপ শিখা।
ওরা চাই
শ্মশান! মহাশ্মশান! মনূষ্যত্বের অকাল মৃত্যু!
হায়েনার উল্লাস পাষানীর গর্জন,
অশান্তি! অনাচার! বাজুক যুলুমের ডংকার
নিরীহ জনতার নিভৃত ক্রন্দন।

আমরা চাই
একটি সুন্দর পৃথিবী।- শান্তির সমীরণ
ডানামেলে উড়ে যাবে সংস্কৃতির শুভ্র পায়রা
বাজুক মানবতার জয়গান।
আমরা চাই
একটি স্বপ্নীল পৃথিবী।
সভ্যতার পতাকাবাহী কিছু উদ্দেমী তরুণ।
পুরাতন মিথ্যাকে ভেঙ্গে লিখবে নতুন এক ইতিহাস
গাইবে আগামীর সারিগান।
আমরা চাই
একটি মুখরিত পৃথিবী। নারায়ে তাকবীর সেøাগান।
চারিদিকে বাজবে সত্যের ডংকা
ভাঙ্গা কেল্লায় পের উড়বে নিশান।

1 thought on “ভাঙ্গা কেল্লায় ফের উড়বে নিশান”

  1. “পুরাতন মিথ্যাকে ভেঙ্গে লিখবে নতুন এক ইতিহাস”- Keno korben? Sex, mod ar belellapona to bahisht-e achhe. Tai ogulo theke nistar nei. Je prithibi-te sobai-ke musalman hoye jete hobe sekhane “শান্তির সমীরণ” Kothey?

Leave a Comment