ভূমিকম্প ও সুনামিতে জাপান বিদ্ধস্ত। হতাহত অনেক।
জাপানে ৮.৯ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সৃষ্টি হয়। এতে জাপানের উত্তর পূর্বাঞ্চলে ঊপকূলবর্তী বিভিন্ন জনপদ, মিয়াগি, ফুকুসিমা এবং বড় শহর, সেন্ডাই পানির তোড়ে ভেসে যায় ও ব্যপক ক্ষয়ক্ষতি হয়। ধারণা করা হচ্ছে, ভূমিকম্প ও সুনামিতে কমপক্ষে ৩০০ জন নিহিত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল জাপানের পূর্ব উপকূল থেকে ১৩০ কিলোমিটার দূরে। বিবিসিতে দেখলাম …