এই মে মাসে জন্য গল্পকবিতা ডট কম-এর লেখার বিষয়বস্তু ছিল “প্রিয়ার চাহনি”। লেখক-পাঠকের ব্যাপক উৎসাহব্যঞ্জক সাড়ায় প্রকাশিত হল “প্রিয়ার চাহনি” সংখ্যা। একই সাথে প্রকাশিত হল পাঠক ভোটে নির্বাচিত “নতুন” সংখ্যার সেরা ২৫টি গল্প ও কবিতা।
নতুন প্রজন্মের প্রতিভা ও সৃষ্টিশীলতা বিকাশে সাহিত্য বিষয়ক ওয়েব পোর্টাল গল্পকবিতা ডট কম-এ প্রতিমাসে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে চলে গল্প ও কবিতা লেখার প্রতিযোগিতা। এরই ধারাবাহিকতায় আগামী জুন মাসে বিশ্ব বাবা দিবস উপলক্ষে গল্পকবিতা’র লেখার বিষয়বস্তু “পিতা”। বাবা’র হাত ধরে এক পা, দু পা করে শুরু হয় আমাদের হাঁটতে শেখা, তাঁর স্নেহের পরশে এই পৃথিবীটাকে চেনা। পিতার মুখে আমরা দেখি জীবন সংগ্রামে নানা প্রতিকূলতায় হার না মেনে লড়ে চলার প্রতিচ্ছবি। ‘বাবা’ নিয়ে জীবনের আকে-বাঁকে আছে
আছে আমাদের অনেক স্মৃতি, অনেক না বলা কথা, এলোমেলো পদ্য কিংবা না লেখা গদ্য। সেই মনের কথাগুলো উজাড় করে আটকে ফেলুন গল্প কিংবা কবিতার ভাষায়।
তাই দেরি না করে ঝটপট তুলে নেন কলম কিংবা কি-বোর্ড আর বাবাকে নিয়ে আপনার সেরা লেখাটি পাঠিয়ে দিন ২৫ মে’র মধ্যে। পাঠক ভোটে সেরা ছয় জন লিখিয়েদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরষ্কার। বিস্তারিত জানার জন্য লগ করুন গল্পকবিতা ডট কমে (www.golpokobita.com)।