গতকাল ৭ই জানুয়ারী ছিলো ফেলানীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ।
এ উপলক্ষে বাংলাদেশের প্রথম হ্যাকার টিম বাংলাদেশ সাইবার আর্মি ১০৫০ এরও অধিক ভারতীয় ওয়েবসাইট হ্যাক করে দেখিয়েছে কিভাবে প্রতিবাদ করতে হয় ।
বাংলাদেশের হ্যাকারদের কাছে হ্যাকিং হয়ে উঠছে প্রতিবাদের ভাষা।
হ্যাক হওয়া ওয়েবসাইটের তালিকায় রয়েছে
রেলওয়ে এজেন্টস,(http://railwayagents.in)
পাঞ্জাবহেডলাইন (http://www.punjabheadline.in) সহ বিভিন্ন সাইট।
সকল হ্যাকড সাইটের লিস্ট পাওয়া যাবে এখানে – http://tny.cz/2221ced6 ।
বাংলাদেশ সাইবার আর্মির ফেসবুক ফ্যানপেজ (https://www.facebook.com/Official.BDCyberArmy) বরাতে জানা যায় যে তারা আবার সাইবার যুধ্বে নেমেছে ।
তাদের দাবি এভাবে তুলে ধরা হয় ,
Hello World!
We are Bangladesh Cyber Army. Back once again with something big, much bigger than before.
This for everyone who thought that our war against India was over. As we said before, we would not stop our attacks until our demands are fulfilled. Though it seemed at first that our demands were under consideration, there has not been any improvement of the situation. Rather the brutality has increased in border regions.
So today, being “The Felani Day” in memory of the brutally murdered Felani by Indian Border Forces, we once again will start our attacks against Indian Cyber Space! Here’s a review of our demands once again-
1. Stop hacking Bangladeshi websites and stop all types of access to Bangladeshi Cyber Space completely…
2. Stop killing innocent Bangladeshi citizens at BD-India borders…
3. Stop Tipaimukh Dam…
4. Sign the “Teesta Water Sharing Treaty”…
5.Either stop broadcasting of Indian Media in Bangladesh or let Bangladeshi Media enter India…
6. Patents of objects like Nakshi Katha which was stolen by the Indian Government must be returned.
7. Stop all Anti-Bangladesh activities of BSF and punish all offenders for their deeds against Bangladesh…
এছাড়াও 2nd Bangladesh vs India War : We are Back Again !!! শিরোনামে একটি ভিডিওর মাধ্যমে https://www.youtube.com/watch?v=wvSza9-ThJM
https://vimeo.com/56890914 বাংলাদেশ সাইবার আর্মি তাদের উল্লেখ্য দাবি উত্থ্যাপন করেছে ।
এদিকে গতকাল ৭ই জানুয়ারী EVil eXe নামে বাংলাদেশ সাইবার আর্মির এক হ্যাকার পিক আওয়ারে
ভারতীও স্টক মার্কেট www.paisacontrol.com
এবং ভারতের এক নম্বর টেলিকমিউনিক্যাশন সাইট
www.bsnl.co.in
DOS এ্যাটাক করে ডাউন করে ফেলে ।
উল্লেখ্য পাঞ্জাব হেডলাইনের লিংক টিতে গিয়ে রাত ৮ জানুয়ারি, ২০১৩ সকাল সাড়ে ৬টার সময় ফেলানির সেই ঝুলন্ত বিখ্যাত ছবিটি দেখা গেছে । ছবির নিছে লেখা রয়েছে “Felani, We didn’t Forget you, We never do”. ছবিটির উপরে লেখা রয়েছে
Hacked By DemoniaC AxioM
।
বাংলাদেশের হ্যাকাররা হ্যাকিংকে প্রতিবাদের ভাষা হিসেবে উল্লেখ করেছেন।
উল্লেখ্য গত বছর ৮ ফেব্রুয়ারি ২০১২ সালে বাংলাদেশের হ্যাকাররা ভারতের বিরুদ্ধে সাইবার যুদ্ধ ঘোষণা করে এবং সে সময় ২৫০০০ ওয়েবসাইট হ্যাক করে ।
খবরের উৎস – http://anupsadi.blogspot.com/2013/01/blog-post_7673.html
এবং https://www.facebook.com/Official.BDCyberArmy ।