বাংলা ভাষার ভবিষ্যৎ

বাংলা আর বাংলা নেই। দেশের উপর যেমন পরদেশের ধর্ষন হয়েছে, এবার আমরা নিজেরাই মায়ের সে ভাষার উপর ধর্ষন আর নির্যাতন চালাচ্ছি। বাংলা শব্দকে ব্যঙ্গ করে উচ্চারনই যেন ফ্যাশন আর আভিজাত্য। হঠাৎ করে কেউ শুদ্ধ উচ্চারনে কথা বললেই অন্যরা হিহি করে হেসে বলে ব্যাটা তুমি ভুল কথা কও ক্যা………………। বড়লোকের বৈদেশিক অলংকারে সাজোয়া নারী পুরুষের শরীর বাংলা বলে হিব্রু কিংবা ইংরেজির স্টাইলে…. শুনতে খারাপ লাগে না, মনে হয় কন্ঠ থেকে প্রতিটি শব্দেই সেক্সের স্ফুলিঙ্গ ঝড়ছে আর পুরুষরা ইংরেজিই বলে বাংলায়, তাতে কার বা খারাপ লাগে…

বাংলা ভাষায় যাদের অবদান সবচেয়ে বেশি তাদের নামে কি শুধু রাস্তা হলেই হবে, অন্যসব বিষয় কি রাস্ট্রের দেখবার কথা নয়! ভাষা সৈনিক গাজীউল হকের সঙ্গে একদিন দীর্ঘ আলোচনায় জানতে পেরেছি সরকার তাদের কি দিয়েছে। অবশ্য তারা তা চানও না কিন্তু সরকার বা রাষ্ট্রের দায়িত্ব বলে কিছু একটা তো আছে! অন্যধরনের ভালোবাসা থেকেই এ ভাষার জন্ম। আজ আন্তর্জাতিকভাবে পালিত হয় এ ভাষার জন্মদিন (প্রাতিষ্ঠানিক)।, শুধু একুশে ফেব্রুয়ারিতেই শহীদ মিনার ধুলে আর মুছলে চলবে না…… লোক দেখানো ভালোবাসা আমরা সবাই বুঝি। প্রতিটা দিনই আমাদের আনন্দের প্রতিদিন যখন মাকে ডাকি, কবিতা পড়ি, বাংলায় প্রমের গল্প বলি তখনই বুঝি এ ভাষা না থাকলে আত্মিক সুখ অপূর্ণ থাকতো।

আপনাদের কাছে ব্যাপারগুলো কেমন জানিনা, বাবা ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, একদিন হাসতে হাসতে বলেছিলেন, এদেশে সর্বস্হরে বাংলাভাষা চালু করার নির্দেশপত্র আসে ইংরেজি ভাষায়….হায়রে ভালবাসা!

বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার তেমন বইই পাওয়া যায় না। শিক্ষকরা বই লেখেন না, রাজনীতি আর অ-সরকারী বিশ্ববিদ্যালয় থেকে অর্থ উপার্জনে ব্যস্ত। ছাত্রের কথা কতজন ভাবে বলুন…. সরকারীতে ছাত্র ছাত্রীরা কত টাকাই বা খরচ করেন… বরং সরকারই ভর্তুকী দেয়। শুধু ভাষার মাসে শিক্ষকরা চিৎকার করে বলে, ‘সব বই বাংলায় করা হবে’ আমরা লিখছি আগামীকাল থেকে নিয়মিত…. এই আগামীকাল আর শেষ হয় না, রাজনীতির খাতিরে অনেক কথাই বলতে হয় যেমন শূন্য হাড়ি চুলায় জ্বলে সন্তান থাকে অপেক্ষায়, ভাবে খাবার হচ্ছে পাতিলে, কিন্তু খাবার তো নেই পাতিলে…..

 

1 thought on “বাংলা ভাষার ভবিষ্যৎ”

  1. বাংলা ভাষার ভবিষ্যৎ আসলেই ভাল না। বাংরেজির এখন ব্যাপক চল। এটাও এসেছে হিন্দি সংস্কৃতি থেকে। ইন্ডিয়ানরা হিংরেজি তে কথা বলে। আমরা তাদের কাছ থেকে শিখছি। ইন্ডিয়ান সংস্কৃতি বাঙালিদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাচ্ছে। ডিজে পার্টিগুলোতে এখন আর বাংলা গান চলে না, বাংলা মিউজিক দিলে কারো গা গরম হয় না, হিন্দি ছাড়া জমে না। আমরা নকল করি ইন্ডিয়ানদের আর ইন্ডিয়ানরা নকল করে আমেরিকানদের।

Leave a Comment