গল্পকবিতা ডট কমের ‘স্বাধীনতা’ সংখ্যার ফলাফল ও ‘বিশ্বকাপ ক্রিকেট / নববর্ষ’ সংখ্যা প্রকাশিত

নতুন প্রজন্মের প্রতিভা ও সৃষ্টিশীলতা বিকাশে ওয়েব পোর্টাল গল্পকবিতা ডট কমআয়োজিত ‘স্বাধীনতা‘ বিষয়ক প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হয়েছে। গল্পকবিতা ডট কম পাঠকদের ভোটে নির্বাচিত সেরা ৫টি লেখার মধ্যে রয়েছে ৩টি কবিতা ও ২টি গল্প। সর্বাধিক ভোটে প্রথম স্থানা অধিকারী কবিতাটি হল বিন আরফান রচিত ‘বঙ্গলিপি ‘, দ্বিতীয় স্থানে রয়েছে গল্প ‘পরাজয়ের গল্প ‘ লেখক সাদমান সাদাত , তৃতীয় সর্বচ্চ ভোট পেয়েছে কবিতার ‘এতটুকু সুখ !! ‘ রচয়িতা জাহি , চতুর্থ বিজয়ী বিষণ্ন সুমন , তাঁর গল্পের নাম ‘অপেক্ষা ‘ এবং পঞ্চম বিজয়ী মোহাম্মদ রায়হান চৌধুরী ‘র কবিতা ‘স্বাধীনতা তুমি ‘। বিজয়ীদের অভিনন্দন, তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরষ্কার।

গল্পকবিতা ডট কম এ বছরজুড়ে বিভিন্ন পরিকল্পনার অংশ হিসেবে থাকছে প্রতিমাসে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে গল্প ও কবিতা লেখার প্রতিযোগিতা। এরই ধারাবাহিকতায় ১লা এপ্রিল প্রকাশিত হলো “বিশ্বকাপ ক্রিকেট / নববর্ষ ” সংখ্যা।

ভালোবাসা ‘, ‘স্বাধীনতা ‘ ও ‘বিশ্বকাপ ক্রিকেট / নববর্ষ ‘ সংখ্যার ব্যাপক সাফল্যের পরে মে মাসের লেখার বিষয়বস্তু ‘মা’ । মায়ের স্নেহ, মমতা, ভালবাসা, ত্যাগ ও তিতিক্ষার কথা নিয়ে লিখুন গল্প ও কবিতার ভাষায়। লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল। মায়ের ভালবাসা, মমতা, ত্যাগ; মায়ের প্রতি কর্তব্য, মাকে নিয়ে অহংকার -এমন নানা বিষয়ে লেখা গল্প/কবিতায় ভরে উঠবে গল্পকবিতা ডট কম প্রাঙ্গণ।

6 thoughts on “গল্পকবিতা ডট কমের ‘স্বাধীনতা’ সংখ্যার ফলাফল ও ‘বিশ্বকাপ ক্রিকেট / নববর্ষ’ সংখ্যা প্রকাশিত”

  1. পড়ুন না আমদের নতুন ও প্রতিশ্রুতিশীল লিখিয়েদের লেখা, মন্তব্য করুণ তাদের লেখা সম্পর্কে, যতে তারা এগিয়ে যেতে পারে সাফল্যের দিকে

    1. আপনাদের উদ্দ্যোগ প্রশংসনীয়। সাইটটা খুবই ভাল লেগেছে। রেজিস্ট্রেশন করে এলাম, নিয়মিত থাকবো আশা করি।

      1. আপনার ভালো লেগেছে যেনে খুব ভালো লাগলো। আশাকরি আমরা আপনার প্রত্যাশা পূরণ করতে পারবো।

Leave a Comment