আসুন ভাইয়ে ভাইয়ে মারামারি কাটাকাটি ভুলে কাঁধে কাঁধ রেখে গড়ে তুলি একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশ । যে যেই রাজনৈতিক দলকেই সাপোর্ট করুক না কেন সবার পরিচয় একই , আমরা বাংলাদেশী । একবারও কি ভেবে দেখছি না, রাস্তার মোড়ে গুলি খেয়ে পড়ে থাকলে কে চোখের জল ফেলে ,কে অনাহারে থাকে, কার কষ্ট লাগে সবচেয়ে বেশি , কে মরার আগের মুহূর্ত পর্যন্ত চোখের পানি ফেলবে ???? যেই মা তোমাকে ১০ মাস গর্ভে ধারন করেছেন , অসহ্য যন্ত্রণা সহ্য করে তোমাকে ভুমিস্ত করেছেন , ঝর বৃষ্টি রোদ উপেক্ষা করে লালন পালন করেছেন, বড় করেছেন । সেই মায়ের দুঃখটা একটু বুঝার চেষ্টা করো । তুমি মারা গেলে দল তোমার মৃত্যু শোকে আর একদিন বেশি হরতাল এর ডাক দিবে , কিছু সভা সমাবেশ করবে। মিডিয়া খুব ঢালাও করে নিউজ প্রচার করবে , অল্প কিছুদিন পরে সবাই ভুলে যাবে । কিন্তু তোমার মা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চোখের জল ফেলে যাবেন দুয়া করে যাবেন ।
”তুমি তো চইলা যাইবা অজানা দেশে, কাঁদিয়ে যাইবা জনমদুখিনী মাকে”