ব্লগারদের গ্রেফতারের তীব্র প্রতিবাদ ও অবিলম্বে মুক্তি দাবী করছি

১ল এপ্রিল রাতে তিনজন ব্লগারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এরা হলেন মশিউর রহমান বিপ্লব, রাসেল পারভেজ ও সুব্রত শুভ। তাদেরকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মুক্তমনা এই ব্লগারদের গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের অবিলম্বে মুক্তি দাবী করছি।

তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ব্লগ ও ফেসবুকে নাস্তিকতা প্রচার করতেন এবং বিভিন্ন ধর্মের বিরুদ্ধে কথা বলতেন। তাদের লেখনিতে ধর্মপ্রাণ মুসলমানেরা ধর্মীয় অনুভূতিতে আঘাতপ্রাপ্ত হন।

বেশকিছুদিন ধরে বাংলাদেশের ধর্মীয় দলগুলো নাস্তিক ব্লগারদের শাস্তির দাবীতে আন্দোলন চালিয়ে আসছিলেন। সরকার মূলত তাদের খুশি করতেই তাদের গ্রেফতার করেন।

সরকারের এ আচরন স্বাধীন মত প্রকাশের উপর হস্তক্ষেপ এবং একটি গণতান্ত্রিক দেশে এটা কোনভাবেই কাম্য হতে পারে না। গ্রেফতারকৃত ব্লগাররা কখনই three atheist bloggers arrested কারো ক্ষতি, শারীরিক আঘাত বা সন্ত্রাসের সাথে জড়িত ছিল না কিন্তু মিডিয়াতে এমনভাবে তাদের উপস্হাপন করা হয়েছে যেন তারা ভয়ংকর কোন সন্ত্রাসী।

রেফতারকৃত লেখক মশিউর রহমান বিপ্লব ফেসবুকে আল্লামা ‘শয়তান’, সামহোয়ারইন ব্লগে ‘শয়তান’, নাগরিক ব্লগে শয়তান এবং আমার ব্লগে ‘নেমেসিস’ ছদ্মনামে লিখতেন। রাসেল পারভেজ আমার ব্লগে ‘রাসেল পারভেজ’, সামহোয়ারইন ব্লগে ‘রাসেল’ এবং ‘অপবাক’ ছদ্মনামে লিখতেন। সুব্রত শুভ সামহোয়ারইন ব্লগে ‘সাদা মুখোশ’, আমার ব্লগে ‘সুব্রত শুভ’, নাগরিক ব্লগে ‘আজাদ’, ইস্টেশন ব্লগে ‘লাল কসাই’ ছদ্মনামে লিখতেন।

মুক্তমনা ব্লগাররা আন্দোলনের ঘোষণা দিয়েছে। আজ তারা গ্রেফতারের প্রতিবাদে টিএসসিতে মানববন্ধন করবে। আমারব্লগ ডট কম ঘোষণা দিয়েছে গ্রেফতারকৃতদের মুক্তি না দেওয়া পর্যন্ত তাদের সাইট বন্ধ থাকবে। অন্য ব্লগগুলোও সরকারের এই স্বাধীন মতপ্রকাশের প্রতি হস্তক্ষেপ ও গ্রেফতারের প্রতিবাদে সোচ্চার।

আসুন আমরা সবাই প্রতিবাদ করি।

সংবাদপত্রগুলোতে প্রকাশিত খবরের লিংক:

Three bloggers arrested

তিন জন ব্লগারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ

তিন ব্লগার রিমান্ডে

সাত দিনের রিমান্ডে তিন ব্লগার

 

1 thought on “ব্লগারদের গ্রেফতারের তীব্র প্রতিবাদ ও অবিলম্বে মুক্তি দাবী করছি”

  1. Islam has made Bangladesh a “Sonar Bangla”. The literacy rate is 100%, there is no unemployment and the average annual income of a Bangladeshi is $107,050. The country is highly industrialized. The life expectancy at birth is 95 years. Highest level of health care is available for all people free of cost. The infrastructure development in the country can put Singapore in shame. Free thinkers are trying to destroy our Sonar Bangla. Arrest them and kill them to save our country; Inshallah.

Leave a Comment