আমার মৃত্যুর পর
এই পৃথিবীর বায়ূপ্রবাহ থেমে যাবেনা জানি
হাজার হাজার মানুষের মাতম উঠবেনা।
এই প্রকৃতির কোথাও একবিন্দু পরিবর্তন হবেনা।
স্বজনদের মৌন বিলাপ কিংবা বুকফাটা আর্তনাদ ছাড়া
আমার মৃত্যু
আর কিছুই অর্জন করতে পারবেনা হয়তবা।
আমার মৃত্যু সংবাদ শোনার পর তোমার মুখাবয়ব কেমন হবে?
অনেক ভেবেও তা বুঝতে পারিনি!
কেননা, আমার অনেক মৃত্যুসম বিরহবেলায়
তোমার মুখে একটা বিরহরেখাও ফুটে উঠতে দেখিনি।
হয়ত আমার মৃত্যু তোমাকে নির্বাক করে দেবে,
মুহুর্তের জন্য।
কিংবা তোমার গহীন দুচোখে অশ্রু ভরিয়ে দেবে-
শুধু আমার জন্য তোমার সমগ্র সত্ত্বা স্ত¡ব্ধ হয়ে যাওয়া
তোমার অশ্রু বিসর্জন
সেই তো আমার অনেক পাওয়া!
আমার মৃত্যু তোমার জীবনে
কোন শূন্যতা আনবেনা জানি
আনলেও সে শূন্যতা আপনা হতেই পূর্ণ হয়ে যাবে
তোমার মুখের বেদনার রেখাও একমসয় মিলিয়ে যাবে
নশ্বর পৃথিবীর এই নিয়ম।
আমার মৃত্যুর পরে
আমার ভাবনা কখনো কখনো তোমাকে আচ্ছন্ন করলেও
বিভোর করে তুলবেনা কোনদিনই।
আমার স্মৃতিরা হঠাৎ তোমার মনে নাড়া দিয়ে গেলেও-
একসময় তা ধুলো জমে জমে বিস্মৃতি হয়ে যাবে।
তারপর কোন একদিন তোমার স্মৃতির খাতায়,
আমার স্পষ্ট কোন স্মৃতি জমা রবেনা আর।
আমার মৃত্যু এনে দেবে
তোমার অজ¯্র হতাশা আর বিতৃঞ্চার সমাপ্তি
তোমায় দেখার আকুলতা, পরশ পাবার ব্যাকুলতা
একটু আলাপনের পাগলামি
কিংবা তোমার চোখে মুগ্ধ বিষ্ময়ে তাকানো
সবকিছু শেষ হবে আমার মৃত্যুর পর।
আমার মৃত্যুর পরে-
একসময় আমাকে মনে করবার সময় হবেনা তোমার জানি
শত ব্যস্ততা, স্বপ্নগাথা আমাকে ভুলিয়ে দেবে একদিন!
তবুও হয়ত কোনদিন মাঝরাতের জোসনায়-
ঘুম ভেঙে জানালায় দাড়িয়ে হঠাৎ
চাঁদের পানে চেয়ে আমাকে মনে পড়বে তোমার।
কেননা তোমার চাঁদ-রুপের কথা আমিই তোমাকে বলেছিলাম।
কোন এক বর্ষণমুখর সন্ধ্যায় আমার দু চোখ
তোমার জন্য কত বর্ষণমুখর ছিল ভেবে আমায় মনে করবে।
তোমার চলার পথে শূন্য ভাঙা পাত্র হাতের ভিঁখারীকে দেখে,
হয়ত আমার কথা তোমার মনে পড়বে
আমি যে তোমার কাছে এর চেয়েও বড় ভিখারী ছিলাম!
তোমার অজ¯্র সুখের ক্ষণে হয়তবা আমায় মনে পড়বে
এই ভেবে যে, এই খুশিতে আমার দ’ুচোখ কতটা উদ্ভাসিত হত ?
বছরের যে দিনগুলোতে
তোমার সানিধ্য না পেলে আমার চলত না
সেই দিনগুলোর আসবে ফি বছর বছর-
কিন্তু তোমাকে তার বিগ্রহ সইতে হবেনা আর
আমার মৃত্যুর পর।
নিত্য কৈফিয়ত আর খুনসুটি
ভুল বোঝাবোঝি,
যা তোমার প্রাণ ওষ্ঠাগত করে তুলত
তারও শেষ হয়ে যাবে
আমার মৃত্যুর সাথে সাথেই।
গহীন রাতে ঘুম ভাঙিয়ে আর কেউ
অনুনয় করবেনা
উষাভোরে ঘুম থেকে তুলে কেউ আর
তোমায় অনুরোধ করবেনা।
অনাহুত আবদার পূরণের জন্য
আমার মৃত্যুর পর।
আমার মৃত্যু
এনে দিবে তোমার শঙ্কাহীন, স্বাধীন জীবনের নিশ্চয়তা
অপসারণ করবে তোমার চলার পথের কাঁটা
দূর করে দেবে তোমার সকল সংকোচ।
আমার মৃত্যুর পর-
দিনে দিনে মাস বছর যুগ পেরিয়ে
পেরিয়ে একসময়
তুমি হয়ে যাবে সম্পূর্ণ অন্যরকম, ভিন্ন
যে তোমায় আমি ভালবেসেছিলাম
যে তোমার জন্যে আমি কবি হয়েছিলাম
যে তোমায় আমি দেবী করেছিলাম, পূজার্ঘ্য দিয়েছিলাম
যে তোমার তরে আমাকে আমি উৎসর্গ করেছিলাম।
আমার মৃত্যুর অনেক অনেকদিন পরেও আজকের মত,
তোমার প্রতি আমার দুনির্বার ভাললাগা
অন্ধ বিশ্বাস
বাঁধনহারা ভালবাসা
আর উম্মাতাল বন্ধুত্বকে
আমার মস্ত বোকামি ভেবে হাসবে তুমি।
ঢাকা, ২৮.১০-০২.১১.২০১১ ইং।