আল্টিমেটাম
সুন্দরীতমা আমার! যদিও এখন দেশ রসাতলের তলানিতে পৌছে গেছে গনতন্ত্রের নামে দেশে চলছে নব্য বাকশাল নির্বাচিত জন প্রতিনিধিদের সন্ত্রাস। তবুও এখনও আমার প্রতিটি ঘুমহীন রাতে রাতের চাঁদকে তোমার মুখাবয়ব ভেবে ভ্রম হয়! এই চাদ ডুবে যাক, বা মেঘে ঢেকে যাক যাই হোক- অশরীরী হয়ে এলেও আমার নির্জন জানালায় প্রতিটি গহীন রাতে তোমাকে আসতেই হবে। গুম …