এ কেমন নিষ্ঠুরতা!

আমরা সভ্য জগতে বাস করি। অনেক যুগ ধরে মানুষ অন্যায়, অমানবিকতা, নিষ্ঠুরতার বিরুদ্ধে নিরবে লড়াই করে পৃথিবীটাকে একটা সুন্দর মানবিক অবস্হানে নিয়ে এসেছে। চুরি করলে হাত কেটে নেওয়া, পাথর ছুরে হত্যা, দাস দাসীদের উপর অত্যাচার, সাদা কালোর লড়াই এসব আর খুব একটা চোখে পড়ে না। এটা এ পৃথিবীর একটা বাহ্যিক চিত্র। আসলে কিন্তু শোষন, নীপীড়ন, অমানবিকতা এখনও চলছে সমান তালে, কিছু মানুষ অমানবিকতার নিয়মিত চর্চা করে যাচ্ছে আবার কিছু অমানবিকতা প্রচার করে বেরাচ্ছে, এসবের পক্ষে আন্দোলনও হচ্ছে। সভ্য দুনিয়ার চাইতে, মধ্যযুগের নিয়ম নীতি এদের বেশি প্রিয়। কূটনৈতিকভাবে, রাজনৈতিকভাবেও চলছে গরীবের উপর নির্যাতন, এখন আবার নতুন করে কর্পোরেটদের নির্যাতন শুরু হয়েছে। একটু চোখ কান খোলা রাখলেই ব্যাপারগুলো চোখে পড়ে। মাঝে মাঝে নিকটজনের দু একটা ঘটনা মনের ভিতর কাটার মতো বিঁধে থাকে।

ঘটনাটা আজকেই চোখে পড়লো সামহয়্যারইন ব্লগে, তারপর বিডিনিউজ ব্লগে। লালবাগের ঘটনা, ছোট্ট দুটো বাচ্চা মেয়ে, পিয়া ও সুমি, প্রচন্ড খুদায় একটু খাবার চুরি করেছিল। সেই অপরাধে বাচ্চাদের উপর নির্যাতন চালায় একদল পশু। গরীব বলেই এমন নির্যাতন! নির্যাতন করে পশুগুলো আনন্দ পাচ্ছে! এরা আমার স্বজাতির, লজ্জ্বায় মাথা নুয়ে যায়।

some beatches punished 2 little girls

some pigs beat two little girls

two little girls are punished by some cowerds

child punishment

we heat these people

1 thought on “এ কেমন নিষ্ঠুরতা!”

Leave a Comment