কিছু হাসি আমার নয় …
কিছু স্রোত যেমন নদীর নয় ।
বরং কোনও চোখের ।
অথচ আশ্চর্য এ শিউলি মায়া !
অদ্ভুত এই নীল মাখানো সাদা আকাশ !
কিম্ভূত এই মেঘের ধোঁয়া ।
কিছুতেই তারা টলবেনা ।
কোনদিনও পাশে এসে বসবেনা ।
চোখ তুলে জেনে নিবেনা ,” কেমন ছিলে ?
এখনো কি ভালবাস আমায় ঠিক যেমন বলেছিলে একদিন ?”
কিছু জোছনা ঐ চাঁদের নয় ।
কিছু সকাল সকাল নয় ।
সব সন্ধ্যেই আবীর রাঙ্গানো থাকেনা।
কখনো কখনো গোধূলির রং নিয়ে হেঁটে যায় রাতের পরের সকাল ।