একটু প্রাণ খুলে হাসুন !!!১৭!!!

##কয়েকটি দেশের ছাত্রকে একই প্রশ্ন করা হল। প্রশ্নটি হল:
প্রমান করে দেখাও যে, 2/10=2
জাপানি ছাত্রের উত্তর: “প্রশ্ন কোন মেশিনে ছাপাইছেন? প্রশ্ন ভুল!”
এই কথা শুনে চাইনিজ ছাত্র চুপ!
আমেরিকান ছাত্রের উত্তর: “প্রশ্ন কোন গাধায় করছে?!”
এবার এই কথা শুনে ভারতীয় ছাত্রটিও চুপ!
পাকিস্তানি ছাত্রটি দাঁত বাইর কইরা বলতে যাবে ঠিক সেই মুহুর্তেই বাংলাদেশী ছাত্রের উত্তর:
বামপক্ষ থেকে পাইঃ
2/10
= Two/Ten
= wo/en ; [উপরে নিচে T কাটা কাটি ]
এখন,
w= ইংরেজী বর্নমালার 23 নম্বর অক্ষর
0= ইংরেজী বর্নমালার 15 নম্বর অক্ষর
e= ইংরেজী বর্নমালার 5 নম্বর অক্ষর
n= ইংরেজী বর্নমালার 14 নম্বর অক্ষর
সুতরাং
=23+15/5+14
=38/19
=2
=ডানপক্ষ
বামপক্ষ = ডানপক্ষ
[প্রমানিত]
স্যার!!
ভুল ধরলে আপনারই লস হইবো!!
যা কইসি মাইনা লন!!
শিক্ষক: সব সম্ভবের দেশ, আমাদের এই বাংলাদেশ!! তাই আমরা সবই পারি!!

##এক ছাত্র পরিক্ষায় ফেল করে বললো আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাস করবো যদি উত্তর না দিতে পারেন তাহলে আমাকে A গ্রেড দিতে হবে !
শিক্ষক: ওকে
ছাত্র: কোনটা বৈধ কিন্তু যুক্তিসংগত নয় , যুক্তিসংগত কিন্তু বৈধ নয় এবং না যুক্তিসংগত না বৈধ ?
শিক্ষক কোন উত্তর দিতে না পেরে ছাত্রকে A গ্রেড দিলো তারপর ছাত্র এর উত্তর দিলো :
স্যার আপনার বয়স ৫৩ আর আপনার স্ত্রীর ২৩. এটা বৈধ কিন্তু যুক্তিসংগত নয় ….
আপনার স্ত্রীর ২৫ বছর বয়সী একটা বয়ফ্রেন্ড আছে এটা যুক্তিসংগত কিন্তু বৈধ নয় ….

আর এখন আপনি…
.
.
.
.
.
আপনার স্ত্রীর লাভার কে A গ্রেড দিলেন …এটা না বৈধ না যুক্তিসংগত !

##ডাক্তাররা তাদের প্রেসক্রিপ শনে এমন কি লেখেযা আমরা পড়তে পারিনা কিন্তু ফার্মেসিওয় ালারা ঠিকই পড়তে পারে ??
.
.
.
সেখানে লেখা থাকে …..
.
.
.
.
আমি লুটে নিছি এবার তুইও লুটে নেরে পাগলা ;

##*- মানুষের জীবনে সবচে মেজাজ খারাপ কিছু মুহূর্ত—->

১. আপনে অনেক মাঞ্জা মাইরা বাইর হয়সেন, কোন অনুষ্ঠান বা ডেটিং এ যাবেন এমন সময় উপর থেকে কাক বিস্টা ফালাইসে আপনের নতুন কাপড়ে…পিঃ

২. আপনে অনেক বেস্ত কিন্তু অপরিচিত নাম্বার থেকে সুদু মিস কল আসতেসে অথচ আপনে যখন কল বেক করবেন ওই পাশ থেকে কেও যদি কথা না বলে,

৩. আপনের মাথাই অনেক বেথা বা আপনে ছেক খাইসেন, এমন সময় আপনের কোন অতিথি বেড়াইতে আসছে আর তার সাতে কোন ছোট বাচ্চা আছে সে আপনের কানের সামনে ভে ভে কইরা কান্তাসে। পিঃ

##মেয়েঃপ্রমিস করো তুমি আমার বাসাতে বিয়ের প্রস্তাব পাঠাবা!!
…. ছেলেঃখালি একটা শর্ত!!
মেয়েঃকি??
ছেলেঃতুমি প্রমিস করো ….
যে তুমি না কইরা দিবা

Leave a Comment