আমেরিকার তেল গ্যাস কোম্পানি কনকোফিলিপসের সাথে সরকারের গ্যাস চুক্তি নিয়ে বেশ কিছুদিন হলো সারাদেশে তোলপাড় শুরু হয়েছে। ব্লগে ব্লগে বিষয়টা নিয়ে তুমুল আলোচনা চলছে, ব্লগাররা চুক্তি বিরুদ্ধে তেল গ্যাস কমিটির সাথে রাস্তায় নেমেছে।
দেশের স্বর্থবিরোধী এ চুক্তির ফলে বঙ্গোপসাগরের দুটি স্হানে উত্তোলিত বেশিরভাগ গ্যাস দেশ থেকে লুট হয়ে যাবে, আমাদেরই আবার বেশি দামে তাদের কাছে থেকে কিনতে হবে।
সরকার দেশের মানুষদের কাছে চুক্তির কিছুই এখনও প্রকাশ করেনি, একটা ধোয়াশার মধ্যে রেখেছেন জনগনকে। সরকার শুধু জানিয়েছে চুক্তুটা ২০০৮ এ (মডেল পিএসসি ২০০৮) করা চুক্তির অনুরূপ। সরকার বা আর কারো কথায় বিভ্রান্ত না হয়ে আসুন আমরা বুঝার চেষ্টা করি চুক্তিটা আসলে কেমন আর এর দ্বারা আমরা কতটুকু উপকৃত হবো। ইন্টারনেটে বিভিন্ন জায়গায় প্রকাশ করা নিচের লেখাগুলো পড়লে বিষয়টা ক্লিয়ার হবে আশা করি।
বিডিনিউজ২৪ এ মোশাহিদা সুলতানা ম্যাডাম ভালভাবে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেছেন।
ফেসবুকে প্রকাশিত একটা লেখা:
সামহয়্যারইন এ ব্লগারদের লেখাগুলি:
- কনোকোফিলিপস এর ‘পেটে’ চলেছে স্বদেশ!
- দুর্ঘটনার রাজা কনোকোফিলিপস ও বঙ্গোপসাগরের আসন্ন বিপদ: যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিপি-ব্লোআউটের আলোকে
- বাংলাদেশে তেল/গ্যাস অনুসন্দ্ধানের সংক্ষিপ্ত ইতিহাস এবং গ্যাস সংকটের প্রেক্ষিত
- নিজের তেল নিজের গ্যাস, সবাই মিলে টোকাই সমাবেশ
- তেল-গ্যাস : এইসব কমিশনখোরের অতীত ভালো নয়, শুনুন আলোচিত সেইসব অডিও টেপ
সচলায়তন ব্লগের একটি লেখা: