কেমন আছেন সবাই,
আশা করি সবাই ভালো আছেন ।
প্রতিদিনের মত আজও আপনাদের পড়াশোনা ও ক্যারিয়ার গড়তে সহায়ক এমন নতুন পোস্ট নিয়ে হাজির হলাম।
গত পোস্টে আপনারা জেনেছেন কীভাবে
অনলাইনে খেলা দেখা যায় অনেক কম স্পীড এ ।
এখন পড়াশোনা , বিশেষত চাকুরী খুঁজছেন এমন সবার জন্য অনেক ভাল একটি খবর হল
আপনাকে আর কারেন্ট অ্যাফেআর্স কিনতে হবে না ।এখন থেকে
সম্পূর্ণ বিনামূল্যে
BCSpre.com
ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন ।
চলুন দেখে নেই অক্টোবর ২০১২ সংখ্যা কীভাবে ডাউনলোড করবেন ।
প্রথমে BCSpre.com এ যান ,
তারপর eBooks মেনুতে
Current affairs এ ক্লিক করুন , তাহলেই অক্টোবর ২০১২ সংখ্যাটি
পেয়ে যাবেন ।
নিম্নে সরাসরি আমি ডাউনলোড লিঙ্কও দিয়ে দিলাম ।
কারেন্ট অ্যাফেআর্স Download link
আপনার যেকোন প্রয়োজন জানাতে দ্বিধা করবেন না ।
কমেন্ট করুন অথবা এখানে ক্লিক করুন ।
সবাইকে ধন্যবাদ ।
আগামি কাল ইনশাল্লাহ নতুন কোন পড়াশোনা বিষয়ক পোস্ট নিয়ে দেখা হবে সেই পর্যন্ত খোদা হাফেজ ।