বাজারে আসছে প্রথমবারের মত বাংলাদেশে উৎপাদিত ‘অ্যান্ড্রয়েড স্মার্টফোন’। সাম্প্রতিক সময়ে আলোচিত ইলেকট্রিক কোম্পানী ‘ওয়ালটন’ বাজারে আনছে এই অত্যাধুনিক সুবিধা সম্বলিত ফোন। দেশের সাধারণ গ্রাহকের কথা চিন্তা করে সাধ্যের মধ্যে এই স্মার্টফোনের দাম নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন ওয়ালটনের বিপণন বিভাগ। দেশী প্রযুক্তিতে তৈরী এই মোবাইল ফোনের নামকরণ করা হয়েছে ‘ওয়ালটন অ্যান্ড্রয়েড প্রিমো’।
তৃতীয় প্রজন্মের বৈশিষ্টপূর্ণ এই মোবাইল হ্যান্ডসেটটি হবে অত্যন্ত আকর্ষণীয়। ‘গেট অ্যান্ড্রয়েড প্রিমো-বি এন্টারটেইন্ড’- শ্লোগান নিয়ে বাজারে আসা এই ফোনে থাকবে তৃতীয় প্রজন্মের সেলফোনের কাঙ্খিত প্রায় সবকিছুই। এছাড়াও থাকবে মাল্টিমিডিয়ার সব সুবিধা। আগামি কয়েকদিনের মধ্যেই ওয়ালটনের এই স্মার্টফোন ওয়ালটন প্লাজা ও পরিবেশকদের মাধ্যমে সারাদেশে বাজারজাত করা হবে।
ওয়ালটন মোবাইল ফোনের প্রধান বিপণন কর্মকর্তা এসএম রেজওয়ান আলম জানান, নতুন প্রজন্মের ব্যবহারকারীদের চাহিদা বিবেচনায় নিয়ে এই হ্যান্ডসেটটি আকর্ষণীয়ভাবে ডিজাইন করা হয়েছে। এতে থাকছে দ্বৈত সিম ব্যবহারের জন্য দ্বিকক্ষের সিম চেম্বার। গ্রাহকরা অনায়াসে ব্যবহার করতে পারবেন জিপিএস, জিএসএম, ডাব্লিউসিডিএমএ, ওয়াইফাই ও এজ। থাকছে মোশন, গ্রাভিটি, লাইট ও প্রক্সিমিটি সেনসর। এর বাইরেও ফেসবুক থেকে শুরু করে কিং সফট অফিস ও এডব রিডার সুবিধা। সংযুক্ত আছে আধুনিক ক্যামেরা ও রেডিও সিস্টেম। হ্যান্ডসেটটিতে কোয়ালকম-১ গিগাহার্টজ প্রসেসর সংযোজন করা হয়েছে যাতে ৩২ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড সহজেই ব্যবহার করা যাবে।
ওয়ালটনের এই স্মার্ট ফোনের মনিটর হবে তিন দশমিক ৫ ইঞ্চি। ৪ গিগাবিট র্যাম ও রম এর সাথে গ্রাহকদের জন্য থাকছে ১৪২০ লিথিয়াম আয়ন সহনীয় পাওয়ার ব্যাটারি যার সাহায্যের স্মার্টফোন সচল থাকবে দীর্ঘ সময়।
হ্যান্ডসেটের সঙ্গে বিনামূল্যে দেওয়া হবে ৪ গিগাবাইটের একটি মেমোরি কার্ড ও তিনটি ভিন্ন রংয়ের সুদৃশ্য ব্যাক কাভার।
ওয়ালটনের স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত যে কোন তথ্য ও বাজার মূল্য জানতে ভিজিট করুন Click This Link.
দেশের সর্বাধুনিক প্রযুক্তি ও শিক্ষা সম্পর্কিত যে কোন আপডেট তথ্যের জন্য নিয়মিত ভিজিট করুন নিচের সাইটে।
Technology and Education