শেয়ার করুন ২ জিবি পর্যন্ত ফাইল

4shared.com দিচ্ছে ২ জিবি পর্যন্ত ফাইল আপলোড করার সুবিধা। অর্থাৎ এখন হতে ২ জিবি ফাইল শেয়ার করতে পারবেন। আপনি চাইলে আপনার অনেক দরকারী ফাইলও আপলোড করে রাখতে পারবেন। এই সাইটটির সুবিধা একেবারেই ফ্রী। এখানে আপনি একাউন্ট তৈরি করে আপনার দরকারী ফাইল সংরক্ষন করে রাখতে পারবেন। আবার 4share.com এর হোম পেজ হতে শুধু মাত্র ফাইল আপলোড করে তার URL রেখে শেয়ার করতে পারবেন। আপনার একাউন্ট এর যে কোন একটা ফোল্ডার কে শেয়ারও করতে পারবেন।এর অনেক সুবিধা রয়েছে। 4share এর ডেক্সটপ সফটওয়ার ডাউনলোড করে আপনার কম্পিউটারের একটা ফোল্ডারকে সিনক্রোনাইজ করতে পারবেন। এছারা এর মোবাইল ভার্সনও আছে। অর্থাৎ যখনি আপনি ঐ ফোল্ডারে কোন ফাইল রাখবেন তা অটোমেটিক অনলাইনে (4shared) এ আপলোড হয়ে যাবে। আবার এই সফটওয়ার ব্যবহার করে আপনার ফাইলগুলোকে সাজাতে পারবেন।

আমার শেয়ার করা লিংক হল http://ankursoft.4share.com, সুতরাং দেরি না করে এখনই একটা একাউন্ট করে নিন বানিয়ে ফেলুন আপনার অনলাইন ষ্টোরেজ।

Leave a Comment