অনলাইন এ ফাইল সিনক্রোনাস করার সহজ উপায়।

আপনি যদি বাসায় এবং অফিস এ একই ফাইল নিয়ে কাজ করে তাহলে আপনাকে অবশ্যই ফাইল সিনক্রোনাস করতে হবে। এর জন্য হয়তোবা আপনি ফ্লাস ডাইভ বা পেন ড্রাইভ ব্যবহার করবেন, কিন্তু যদি পেন ড্রাইভ আনতে ভুলে যান তাহলে তো অবস্থা খারাপ। এর থেকে বাচার উপায় হল অনলাইন সিনক্রোনাস করা (যদি আপনার বাসায় ইন্টারনেট থাকে)।  অনলাইন এ ফাইল সিনক্রোনাস করার অনেক উপায় থাকলেও DropBox খুব ভাল একটা সার্ভিস।

DropBox এ ফ্রী একাউন্ট খুলে আপনি পাচ্ছেন ২ গিগা জায়গা, আর প্রো একাউন্ট নিলে পাবেন ৫০ গিগা হতে ১০০ গিগা। DropBox ডেস্কটপ এ খুব ভাল কাজ করে। উইন্ডোস, লিনাক্স এবং ম্যাক এর জন্য রয়েছে ক্লাইন্ট সফটওয়্যার। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ব্যবহার করে যে কেউ সহজেই ফাইল ম্যানেজ বা শেয়ার করতে পারবে। এর মাধ্যমে আপনি সহজেই আপনার অফিস বা বাসার ফাইলগুলোকে সিনক্রোনাস করতে পারবেন। আবার আপনার বন্ধুদেরকে ইনভাইট করার মাধ্যমে আপনি ২৫০ মেগা করে স্পেস পাবেন। এভাবে আপনে ফ্রী ৮ গিগা পর্যং স্পেস পেতে পারেন।

এর সবচেয়ে সুবিধা হল যে, আপনি যে ফোল্ডারটি DropBox এর জন্য সিলেক্ট করবেন, সেখাবে কোন ফোল্ডার তৈরি করার সাথে সাথে তা DropBox তৈরি হবে, যে কোন ফাইল রাখার সাথে সাথে তা আপলোড হয়ে যাবে। আপনি বাসায় বা অফিসে গিয়ে DropBox চালু করার সাথে সাথে তা সিনক্রোনাস হবে। ভাল দিকগুলোর পাশাপাশি কিছু খারাপ দিকও রয়েছে। আপনি যে ফোল্ডারটি DropBox এর জন্য ব্যবহার করবেন, সেখান হতে কোন ফাইল মুছে ফেললে তা অন্য সব লোকেশন হতেও মুছে যাবে, যখন অনলাইন এ কানেক্ট হবে, তবে DripBox সাইট এ গেলে হিডেন অবস্থায় সেই ডিলেট করা ফাইল সমুহ দেখতে পারবেন।

তাহলে দেরি না করে এখনি একবার ট্রাই করে দেখুন http://www.dropbox.com

Leave a Comment