আপনি যদি উবুন্টুর ৯.১০ বা তার উপরের ভার্সনে অফলাইনে অভ্র সেটআপ দিতে চান তাহলে আপনাকে নিচের ধাপসমূহ অনুসরণ করতে হবে।
১। প্রথমেই আপনাকে http://sobkichu.com/avro হতে scim-avro.zip বা এখানে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে Desktop এ Extract করে নিতে হবে।
২। এবার টারমিনাল অপেন করুন (Applications > Accessories > Terminal অথবা Alt+F2 চাপুন, এবার gnome-terminal লিখে Run এ ক্লিক করুন)
এবং নিচের কমান্ডগুলো দিন।
৩। cd Desktop/scim-avro (এন্টার চাপুন)
৪। sudo dpkg -i *.deb (পাসওয়ার্ড দিয়ে এন্টার চাপুন)
৫। im-switch (এন্টার চাপুন ১০.১০) এবং sudo im-switch (৯.১০ বা ১০.১০ এর জন্য)
৬। ১০.১০, ১১.০৪ বা তার উপরের ভার্সনের জন্য Use SCIM via xim (scim) সিলেক্ট করে OK করুন এবং ৯.১০ এর জন্য scim এর নং লিখে Enter চাপুন।
৭। কম্পিউটার রিষ্টার্ট করুন।
এখন আপনি CTRL+Space চেপে অভ্র ব্যবহার করতে পারবেন।