অভ্র ৫.০.৫ বেটা এর নতুন ফিচার সমূহ।

অভ্র নতুন বেটা ভার্সন ৫.০.৫ রিলিজ হয়েছে। আসুন দেখি এখানে আমাদের জন্য কি কি নতুন ফিচারসমূহ রয়েছে।
১। এখানে যোগ হয়েছে স্পেল চেকার।
২। ইউনিকোড হতে বিজয় টেক্সট কনভার্টার।
৩। ফন্ট ফিক্সার ইন্সটলার।
৪। আইকমপ্লেক্স (iComplex) ইন্সটলার।
৫। নতুন কিছু ইন্টারফেস যেমন Aero7 dark, Avro Vista, Avro Vista 2, iAvro, WMP 11
৬। লেআউট ভিওয়ার এ ঝুম করার জন্য বার এর পরিবর্তে +/- বাটন যোগ করা হয়েছে।
৭। অভ্রুকে ওপেন সোর্স করা হয়েছে যার সোর্সকোর্ড অভ্রু এর ওয়েভ সাইট omicronlab.com হতে পাওয়া যাবে।
৮। অভ্রুতে টাইপ করার সময় শব্দ সাজেস্ট করে।

Leave a Comment