মজার কিন্তু বাস্তব:

১।যেই হারে ফেইসবুকের প্রচার, প্রসার ও ব্যাবহার বাড়তেছে!!
পোলাপান এখন বাথরুমেও ফেইসবুক নিয়া যায়!!
কয়েকদিন পর তো অলি-গলির মুদির দোকানেও সাইনবোর্ড ঝুলব…
” এইখানে সুলভ মূল্যে “আকর্ষনীয়”
ফেইসবুক ষ্ট্যাটাস আপডেট করা হয়!! মূল্য মাত্র ২ টাকা !! ”
” প্রোফাইল পিকচারের ঢিংকা চিকা এডিট! মূল্য মাত্র ৫ টাকা!! ”

” মাথাপিছু “হট”ফ্রেন্ড বৃদ্ধি ১০ টাকা!! ”

” প্রোফাইল হ্যাকিং ৫০ টাকা!! ”

~বিশেষ আকর্ষন~
” ৫,০০০ ফ্রেন্ড সম্বলিত “আকর্ষনীয়” প্রোফাইল বিক্রি হইবো!! ”
আগ্রহী প্রার্থীগন কঁচকঁচা ১০০ টাকার নোট নিয়ে যোগাযোগ করুন এই ঠিকানায়:
প্রোপাইটার: “ডিজিটাল আবুল”
“ফেচবুক কর্নার”
মাইনকারচিপা,ফাপরগঞ্জ,বাংলাদেশ।

২।একটা মেয়ে তাদের ফোন নাম্বার তাদের চেনা একটা মানুষকেও মাঝে মাঝে দিতে চায় না।
,
,

কিন্তু তারা তাদের শরীরের সব বর্ণনাই একটা অচেনা দর্জি কে দিয়ে দেয়্।

৩।কর্মচারী: স্যার, আমার একদিনের ছুটি দরকার।
বস: বছরে ৩৬৫ দিনে প্রতি সপ্তাহে দুদিন করে ৫২ সপ্তাহে আপনি সাপ্তাহিক ছুটি পান মোট ১০৪ দিন।
বাকি রইল ২৬১ দিন। প্রতিদিন ১৬ ঘণ্টা আপনি অফিসের বাইরে কাটান। সে হিসাবে আপনি অফিসের বাইরে থাকেন মোট ১৭০ দিন।
বাকি রইল ৯১ দিন। প্রতিদিন ৩০ মিনিট করে আপনাকে চা পানের বিরতি দেওয়া হয়। হিসাব অনুযায়ী, রইল বাকি ৬৮ দিন।
প্রতিদিন এক ঘণ্টা করে আপনাকে দুপুরের খাবারের বিরতি দেওয়া হয়। রইল বাকি ২২ দিন।

দুদিন আপনি অসুস্থতার জন্য ছুটি কাটান। রইল ২০ দিন। বছরে ১৯ দিন থাকে সরকারি ছুটি, রইল আর ১ দিন।সেই একটা দিনও আপনি ছুটি কাটাতে চান?!!!

৪।আমেরিকায় এক গবেষণায় দেখা গেছে:

বেকারদের খেলা: বাস্কেটবল।

শ্রমিকদের খেলা: ফুটবল।

ফোরম্যানদে
র খেলা: বেসবল।

ম্যানেজারদের খেলা: টেনিস।

সিইওদের খেলা: গলফ।

সিদ্ধান্ত: কর্পোরেট কাঠামোতে যে যত উঁচুতে, তার বল তত ছোট !!

৫।এক ছেলে এক মেয়ে কে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আর তাকে মেসেজ ও দিছেঃ প্লিজ , আমার ফ্রেন্ডরিক
োয়েস্ট টা গ্রহন করুন্।
মেয়েঃ আমি কি আপনাকে চিনি ?
ছেলেঃ (মনে মনে > আরে গাধী ,তুই আমাকে চিনিস না বলেই তোফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলাম তোর সাথে পরিচিত হ্-ওয়ার জন্য্)
কিন্তু মেয়ে টিকে বললোঃ নাহ্, কিন্তু আপনার সাথে পরিচিত হ্-ওয়ার জন্যই আমি রিকোয়েস্ট পাঠাইছি।
মেয়েঃ সরি। আমি অপরিচিত কারো রিকোয়েস্ট গ্রহন করি না।
ছেলেঃ ( মনে মনে> গাধী তুই কি তর ফ্রেন্ড লিষ্ট এর সবার ই বায়োডাটা জানিস্?)
কিন্তু মেয়ে টিকে বললোঃ আচ্ছা, নো প্রোব্লেম্ । আপনি কোথায় থাকেন্?
মেয়েঃ আমি আমার ব্যক্তিগত কোনো কথা অপরিচিত দের সাথে শেয়ার করি না।
ছেলে টা রাগ হয়েঃ কোন রাজারমেয়ে এসেছো তুমি যে এত প্রোব্লেম তোমার্। তোমাকে তো আমি শুধু একটা ফ্রেন্ড রিকোয়েস্ট ই পাঠিয়েছি, বিয়ে করার জন্য তো বলি নাই, যতসব্।
মেয়েঃ আরে, তুমি তো রেগেই গেলা?! আচ্ছা দাড়াও তোমাকে ফ্রেন্ড লিস্ট এ অ্যাড করতেছি।
[ ভাল কথায় কাজ হয় না সব সময়্, কি বলেন আপনারা ]

আরো চাইলে:
http://adf.ly/345833/hashirjholok.blogspot.com/

Leave a Comment