ে.???
ছেলে : ওই পাসের বাড়ির ডাক্তর সাবের পোলা পেল করছে…
বাবা : তর রেজাল্ট কি…???
ছেলে : ওই আরো দুই বাড়ি পর ওকিল সাবের পোলা ভি পেল করেছ…
বাবা : আরে আমি জিগাই তর রেজাল্ট কি হইচে…???
ছেলে : ওও মা, তুমি কি লাট সাব নি, যে তোমার পোলা পাস করব…??
২।যুবক : আমি ১৫ বছর থেকে আপনার মেয়েকে ভালবাসি।
প্রেমিকার বাবা : তুমি এখন কি চাও?
যুবক : আমি তাকে বিয়ে করতে চাই।
প্রেমিকার বাবা: তাও ভাল , আমি ভেবেছিলাম তুমি .
.
.
.
.
.
.
.
“পেনশন” চাইতেছ।
৩।স্যার : তুমি বড় হয়ে কী করবে?
ছাত্র : বিয়ে।
স্যার : আমি বোঝাতে চাইছি, বড় হয়ে তুমি কী হবে?
ছাত্র : জামাই।
স্যার : আরে আমি বলতে চাইছি, তুমি বড় হয়ে কী পেতে চাও?
ছাত্র : বউ।
স্যার : গাধা, তুমি বড় হয়ে মা- বাবার জন্য কী করবে?
ছাত্র : বউ নিয়ে আসব।
স্যার : গর্দভ, তোমার মা-বাবা তোমার কাছে কী চায়?
ছাত্র : নাতি-নাতনি।
স্যার : ইয়া খোদা!…তোমার জীবনের লক্ষ্য কী?
ছাত্র : বিয়ে।
স্যার অজ্ঞান…।
৪।Boy & girl playing Ludo.
Boy: যদি 1,2,3,4,5, উঠে তাহলে আমি তোমাকে kiss করব।
Girl: কি? আচ্ছা যদি 6 উঠে ?
–
… –
–
Boy: আবে ওই, কখনো লুডু খেল নাই ? 6 উঠলে যে ২ বার আমার
৫।এক পাগল খুব মনোযোগ দিয়ে চিঠি লিখছে। তো সেসময় আরেকজন এসে তাকে জিজ্ঞেস করলো, ‘চিঠি লেখ? কাকে!’। পাগল বলল,“নিজেকেই লিখি।” তখন লোকটা আবার বলল,“নিজেকে কি লেখ?” পাগলটা বললো,“আরে!আগে তো চিঠিটা আমার কাছে আসুক, তারপর পড়ে দেখি, তারপর না জানাব! পাগল নাকি!”
আরো চাইলে:
http://hashirjholok.blogspot.com/