একটু প্রাণ খুলে হাসুন !!!১০!!!

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখেছে একজন লাস্ট বেঞ্চার ছাত্র

প্রশ্নঃ নেপলিয়ন কোন যুদ্ধে মারা গেছেন?

উত্তরঃ তার শেষ যুদ্ধে।

প্রশ্নঃ স্বাধীনতার দলিল কোথায় সই করা হয়েছিল?

উত্তরঃ দলিলের শেষ পৃষ্ঠাতে।

প্রশ্নঃ বিবাহ বিচ্ছেদ এর প্রধান কারন কি?

উত্তরঃ বিবাহ।

প্রশ্নঃ ছাত্রদের পাশ না করার জন্য দায়ী কি?

উত্তরঃ পরিক্ষা।

#ভালোবাসার চরম বাণী->
– আমার স্বামী এবং আমি প্রথম দর্শনেই প্রেমে পড়ে যাই।এখন মনে হচ্ছে আমাদের আরেকবার তাকানো উচিত ছিল।
ক্রাইমস অ্যান্ড মিসডিমিনরস !
– ভালোবাসায় পতনের জন্য কোনোভাবেই আমরা মহাকর্ষ-অভিকর্ষকে দায়ী করতে পারি না।
অ্যালবার্ট আইনস্টাইন, বিজ্ঞানী!
– বিয়ে হচ্ছে বুদ্ধির কাছে কল্পনার জয় আর দ্বিতীয় বিয়ে হচ্ছে অভিজ্ঞতার কাছে আশার জয়।
স্যামুয়েল জনসন, লেখক!
– একটাই প্রশ্ন, যার কোনো উত্তর আজও আমি দিতে পারিনি। সেটা হচ্ছে,একজন নারী কী চায়?
সিগমুন্ড ফ্রয়েড, মনোবিজ্ঞানী !

#জীবনে দুটি জিনিস যা অর্জন করার কঠিনঃ

১. কারও মাথার মধ্যে আপনার ধারণা ঢুকানো

২. আপনার নিজের পকেটের মধ্যে অন্য কারও টাকা ঢুকানো












* প্রথমটিতে যে সফল হয় তিনি একজন আদর্শ “শিক্ষক”

* দ্বিতীয়টিতে যে সফল হয় তিনি একজন ‘বস’.

* উভয়টিতে যারা সফল হল তারা হচ্ছে ‘স্ত্রী’

* উভয়টিতে যারা ব্যর্থ হয় তারা হচ্ছে ‘স্বামী

#কি করে বুজবেন আপনার ছেলে / মেয়ে / ভাই/বোন প্রেম করছে

প্রেম এ পড়লে সবার মধ্যেই কিছু না কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় । কিন্তু প্রাথমিক অবস্থায় কেউ সেটা স্বীকার করতে চায় না । যদি এখন যারা প্রেম ভালবাসায় বুদ থাকে তারা সহজেই সবার কাছ থেকে ব্যপারটা আলাদা করে রাখতে পারে । এই পোস্ট এ বলব কি করে আপনি বুঝবেন আপনার ভাই / বোন / ছেলে / মেয়ে প্রেম করছে ।

• পড়াশোনায় মন না থাকা । প্রতি পরীক্ষাতেই খারপ করা ।

• সবসময় উদাস থাকা ।

• জানালা দিয়া আকাশ দেখা বিষেশ করে রাতে (মেয়ে / বোন এর ক্ষেত্রে)

• চেহারায় একটা উজ্জ্যলতা আসা । প্রেম এ পড়লে নাকি সবার ক্ষেত্রে হয় ।

• ঘন ঘন বাহিরে যাওয়া না বলে

• অনেক রাতে ঘুমানো । রুম এ বাতি জালায় রাখা

• সবসময় মন খারাপ করে থাকা (মেয়ে / বোন এর ক্ষেত্রে)

• মাঝে মাঝে হাত পা তে কাটা দাগ (ছেলে / ভাই এর ক্ষেত্রে)

• রুম এর দরজা বন্ধ রাখা সবসময়

• অনবরত যখন তখন ফোনে কথা বলা

• রাত হলে রুম থেকে ফিসফাস আওয়াজ শোনা (উভয় ক্ষেত্রে)

• ঘুম এর ঔষুধ বেশি খাওয়া ( মেয়ে / বোন এর ক্ষেত্রে)

• রূপ সচেতন হওয়া হুঠ করেই ( ছেলে / মেয়ে উভয় ক্ষেত্রে)

• বিশেষ বিশেষ দিন যেমনঃ ভালবাসা দিবস এ সকাল থেকে বাসায় না পাওয়া ।

• টাকা পয়সা খরচ বেশি করা । (ছেলেদের ক্ষেত্রে বেশি)

• বেশি বেশি প্রেম এর গান শোনা, ছবি দেখা ।(ছেলেদের ক্ষেত্রে)

• চাকরি করার চিন্তা আসা ছাত্র থাকা অবস্থাতেই । (ছেলেদের ক্ষেত্রে)

• বিয়ের কথা উঠলেই না করে দেয়া । (মেয়েদের ক্ষেত্রে)

• ছেলে দেখতে আসলেই কোন রকম দায়সাড়া ভাবে দেখা । আর বলা পছন্দ হয়
নাই। আমি এখন বিয়ে করব না । পড়াশোনা শেষ করে তারপর । এমন কথা
বলা । (মেয়েদের ক্ষেত্রে)

• কিছু দিন পর পর ঘরে উপহার নিয়ে আশা । (মেয়েদের ক্ষেত্রে)

• কেনাকাটার অভ্যাস তৈরি হওয়া । (মেয়েদের ক্ষেত্রে)

• শহরের সব ফাস্ট ফুড দোকান গুলোর খবর রাখা । (ছেলেদের ক্ষেত্রে)

• অন্যের বাচ্চা দেখে উদাস হয়ে যাওয়া (মেয়েদের ক্ষেত্রে)

• ক্লাস এর কথা বলে ঘুড়তে যাওয়া । (মেয়েদের ক্ষেত্রে)

• সারাদিন মোবাইল হাতে নিয়ে বসে থাকা ।

আর মনে পড়ছে না ..

#বিভিন্ন ধরনের মা
অলস মাঃ এক কথা তোমাকে কয় বার বলতে হয়?? ♥
ধমক দেয়া মাঃতোর বাবাকে আসতে দে দেখ তো কি অবস্থা হয় ♥
অতীতপ্রিয় মাঃ যখন আমি তোমার মত ছিলাম ঘর এর সব কাজ আমি সামাল দিতাম ♥
ভবিষ্যৎ বলা মাঃ আমি জানতাম তুই এইটা ভাঙ্গা ছাড়া তোর শান্তি নাই ♥
কনফিউজড মাঃ আমি কি মানুষ নাকি মেশিন? ♥
আমার মাঃ কম্পিউটার এর ভিতর ঢুইকা যাহ!!!
মাকে ভালোবাসি তাইত মাকে জ্বালাই!! মা বন্ধুর মত তাই মার সাথে কত কিছুই না করি তাও হাসিমুখে মেনে নেয়!!
আমার মা শ্রেষ্ঠ মা ♥♥♥

#এক শাশুড়ি একবার ঠিক করলেন,তার দুই মেয়ের জামাই এর মধ্যে কে তাকে বেশি ভালোবাসে সেটা তিনি পরীক্ষা করবেন!!

১ম দিন তিনি ১ম জামাইএর সামনে নদীতে লাফ দিলেন, আর ডুবে যেতে লাগলেন, দেখার জন্য যে, জামাই তাকে বাঁচায় কিনা!! জামাই নদীতে লাফ দিয়ে তাকে বাঁচালো!!

শাশুড়ি তাকে খুশি হয়ে একটা বাইক গিফট করলেন!!

পরের দিন তিনি ২য় জামাই এর সামনে নদীতে লাফ দিলেন, একই পরীক্ষা করার জন্য!!

কিন্তু এই জামাই তাকে দেখতে পারতো না, তাই সে বাঁচালো না!! শাশুড়ি মারা গেলো!!

কিন্তু পরের দিন দেখা গেলো ২য় জামাই মার্সিডিজ নিয়ে ঘুরছে!!

১ম জামাই অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা কোথায় পেলে??

তখন ২য় জামাই হেসে জবাব দিলো, “আমার শ্বশুর খুশি হয়ে এটা গিফট করেছে!!

Leave a Comment