একটু প্রাণ খুলে হাসুন !!!১১!!!

#ছেলেরা সবসময় ই সুখি
১.তাদের নামের শেষ অংশ সারাজীবন তাদের সাথেই থাকে
২.ফোনের কথা সাধারনত ১ মিনিট এর মধ্যেই শেষ (প্রেম বাদে)
৩.পাচ দিনের ছুটি একটা জিন্স দিয়েই চলে যায়
৪.কেউ যদি তাকে দাওয়াত দিতে ভুলে যায় তার পর য় সে তার বন্ধু ই থাকে
৫.তারা ২৫ জন আত্মীয় এর জন্য ২৫ মিনিট এ শপিং করতে পারে
৬.পার্টি তে গিয়ে এক ই ধরনের পোশাক পড়া কাউকে দেখলে হিংসাতে জ্বলে না!!

#ছাত্র এবং শিক্ষকদের মধ্যে কিছু মিল/অমিলঃ

যখন আমরা ক্লাসে থাকি তখন আমরা ছাত্র।।
আর যখন উনারা ক্লাসে থাকেন তখন উনারা পণ্ডিত!!

যখন আমরা খাতায় কিছু লিখে সেটা কেটে দেই, তখন আমরা কাটাকাটি করছি!!
আর যখন উনারা কিছু কেটে দেন তখন উনারা সেটা ঠিক করছেন!!

আমরা যখন আরেকজনের থেকে কিছু কপি করি তখন আমরা হই নকলবাজ!!
আর উনারা যখন কোনকিছু নকল করে বলেন তখন তা হয় উক্তি!!

আমরা যদি আমাদের কাজ সময় মত না করতে পারি, তাহলে আমরা ফাঁকিবাজ!!
আর উনারা যদি না করতে পারেন, এর মানে উনারা খুব ব্যাস্ত ছিলেন!!

আমরা যদি ক্লাসে হাসাহাসি করি তাহলে আমরা জোকার!!
আর যদি উনারা হাসাহাসি করেন, তাহলে সেটা দুর্দান্ত!!

##এক লোক একটি পুরানো জিনিসের দোকানে (এন্টিক শপ) গিয়েছে কিছু কিনতে। একটা পাথরের মূর্তি তার নজরে পড়ল যেখানে একজন যোদ্ধা একটা ঘোড়ার উপর বসে আছে। কিন্তু মূর্তিটা অনেক পুরানো, তাই এর অবস্থা খারাপ হয়ে গেছে। হাতের তলোয়ারটা আধা ভাঙ্গা, যোদ্ধার নাকটা পর্যন্ত কিছুটা ভেঙ্গে গেছে। মাথায় পড়া হেলমেটের অবস্থাও খারাপ। মূর্তির উপর এক জায়গায় খোদায় করে লেখা ‘বিজয়ী‘ ।
তাই দেখে লোকটা আতকে উঠলো, হায় হায়, এই যদি হয় বিজয়ীর অবস্থা তাহলে পরাজয়ীর না জানি কি অবস্থা

##এক অদ্ভুত বিদেশি tourist চলন্ত নৌকায় মাঝি কে জিজ্ঞেস করলো ঃ do u knw Biology, Psychology, Geography,Geology?
-মাঝি সব গুলো এর উত্তর দিলোঃ না জানিনা(no)
-tourist তখন বললোঃ তাহলে এই দুনিয়ায় তুমি কি ঘোড়ার ডিম জানো?!! U will die of illiteracy!!
-কিছুক্ষন পর নৌকাটি ডুবতে শুরু করলো…তখন মাঝি tourist কে জিজ্ঞেস করলো ইংরাজীতে ঃ DO u know Swimology n Escapology from Crocodilogy?
-tourist বলল ঃNO !!
-মাঝি প্রতুত্তরে বলল ঃWell u will Drownology and Crocodilogy will eat ur Assology and u will Dieology bcoz of ur
Badmouthology!! :

##স্কুলপড়ুয়া ছোট্ট অতনুর গজনীর মতো শর্টটাইম মেমোরী । একটা নমুনা দেওয়া যাকঃ

সে প্রতিদিন রাস্তার পাশে দাঁড়িয়ে তার টিফিন বক্স চেক করে এটা বোঝার জন্য
.
.
.
.
.
.
.
.
.
.
সে কি স্কুলে যাচ্ছে নাকি স্কুল থেকে ফিরছে ! xD

Leave a Comment