মেয়েঃ হ্যালো সুইট হার্ট!!!
ছেলেঃওহ জানু বল
মেয়েঃতুমি কোথায় আজ সকাল থেকে কোন খোঁজ খবর নাই!!??
ছেলেঃ আরে আমি তো তোমার চোখে হারিয়ে গেছি!!!!
… মেয়েঃ এখন কি করছ?
ছেলেঃ তোমার ছবি দেখছি আর কিছু ভালো লাগছেনা!!!
মেয়েঃআমি তো তোমাকে কোন ছবি দেই নাই!!
ছেলেঃআরে বছর এর পর বছর ধরে তোমার ছবি আমার হৃদয় এ ছাপা আছে!!
মেয়েঃকিন্তু তোমার সাথে তো গত পরশু ই আমার পরিচয় হল!!
ছেলেঃ তোমাকে ছাড়া এক সেকেন্ড আমার কাছে এক বছর এর সমান!!, রিনা….
মেয়েঃরিনা?? এই রিনা আবার কে?? আমি তো সুমি!!
ছেলেঃ তোমার সাথে কথা বললে মনে হয় নিজের নামটাও ভুলে যাব!!
মেয়েঃ তুমি সেতু না??
ছেলেঃঘরের সবাই আমাকে প্রান্ত বলে ডাকে কিন্তু ওরা ভুল করতে পারে তুমি তো আর পারনা!!
মেয়েঃ এটা ০১৭১১৬৬******* না??
ছেলেঃ ছিল না কিন্তু এখন থাইকা এই টাই আমার !!
##একটা ছেলের সার্থকতা কিসে ?
৫০টা মেয়েকে নাকে দড়ি দিয়া ঘুরানোর মধ্যে !!
আর একটা মেয়ের সার্থকতা কিসে ?
.
.
.
.
.
.
.
ঐ ছেলেটাকে নিজের কাবুতে আনার মধ্যে !!
##বাস এ ছেলে আর মেয়েরা দুই দল গানের প্রতিযোগিতা এর আয়োজন করলো
মেয়েরা বলছে “আমরা তোমাদের হারাইয়া দেখাইয়া দিব”
ছেলেরা বলল “ হাইরা গেছি, এখন দেখাও
##শিক্ষণীয় কিন্তু মজারঃ
এক স্মার্ট মা কর্তৃক তার উড়নচণ্ডী পোলার প্রতি উপদেশবাণিঃ
[]
[]
[]
[]
[]
“তোমার বন্ধুদের ভালোবাসো কিন্তু বন্ধুদের বোনকে নয়
এবং
[]
[]
[]
[]
[]
[]
তোমার বোনকে ভালোবাসো কিন্তু বোনের বান্ধবীদের নয়” …..
###আজকে একটি উপায় আপনাদের বলব যা আপনাদের “মৃত্যুর পরও উপার্জনের উপায়”
১. একটা “কুরআন শরিফ” কাউকে দান করেন, প্রতিবার কেউ যখন ওটা পড়বে আপনি লাভবান হবেন।
২. একটা হাসপাতালে হুইল চেয়ার দান করুন প্রতিবার যখন একজন অসুস্থ মানুষ এতে বসবে আপনি লাভবান হবেন।
৩. একটি মসজিদ তৈরিতে অংশ নিন। যত মানুষ সেই মসজিদে নামায পড়বে আপনি লাভবান হবেন।
৪. জনসমাগম এর স্থানে পানির ব্যবস্থা করুন… আপনি লাভবান হবেন।
৫. গাছ লাগান,আপনি লাভবান হবেন যখন কোন মানুষ বা প্রাণী এর ছায়াতে বসবে বা এটা থেকে ফল খাবে।