##আমি বাবাকে সরাসরি বলে দিলাম বাবা আমার “ব্ল্যাক বেরি নাইলে অ্যাপেল লাগবে!!”
.
.
.
.
.
.
.
আর বাবা বলে কিনা “ আমের সিজন বাপ, আম খা!!!”
##শাহরুখ আর তার ছেলে আরিয়ান রা-ওয়ান সিনেমার প্রথম দিন প্রথম শো দেখতেগেছে সিনেমা হল এ
আধাঘণ্টা পর …
.
.
.
আরিয়ানঃবাবা বাসাতে চলনা!!! স্টারগোল্ড এ আজকে দাবাং দেখাবে!!
হে হে হে !!!
##পরীক্ষার ৯০% প্রশ্ন আসবে
.
.
.
.
যে ক্লাস গুলো মিস করছেন সেইটা থেকে
আর সেউ টপিকস গুলা
যা আপনি পড়েন নাই
##পড়শিঃ সুনিতা, শোন ঝামেলা হয়ে গেছে, তোর শাশুড়িকে পাশের দুই মহিলা খুব মারতেছে!!!
সুনিতা পড়শির ছাদের আড়াল থেকে নিচের ঘটনা দেখতে লাগলো।
পড়শিঃ কিরে তুই সাহায্য করতে যাবি না!!!
সুনিতাঃ নাহ দুই জন এ যথেষ্ট!!!!!!
##বালিশ এর উপকারিতা কি??
ঘুমানোর জন্য?? নাহ
পিলো ফাইট এর জন্য?? না
রাতে মোবাইল লুকানর জন্য যখন রাতে মেসেজ দিতে থাকেন
#@#এক জন ভালো বন্ধু আসবে আর আপনাকে জামিন এ ছাড়াবে যদি জেল এ যান কখনো??
.
.
.
এক সত্যিকারের বন্ধু পারবেনা কারন
সে আপনার পাশে বসে বলবে”
.
.
.
.
“ওই শালা তোরে কইছিলাম না ধরা খামু””
অনেকে নাও বুঝতে পারেন তাদের বলছি
সত্যিকারের বন্ধু কখনো আপনাকে ছেড়ে যাবেনা,থাকবে আপনার পাশেই সব সময় ১০০ ভালো বন্ধুর চে একটা সত্যিকারের বন্ধু অনেক দামি!!!