##মেয়ের হাতে একটি মশা বসে থাকতে দেখে বাবা
মেয়েকে জিজ্ঞেস করলেন,
‘মামণি তুমি মশাটা মারছো না কেন?
উত্তরে মেয়ে বলল, কেন মারবো বাবা?
আমিতো মশাটাকে রক্ত দিচ্ছি। কারণ
আমাদের স্যার বলেছেন রক্ত
দেয়া একটি মহৎ কাজ।
##ছেলেরা বিয়ের আগে প্রেমিকাকে –
“ভালোবাসি, বড় ভালোবাসি, এর বেশী ভালোবাসা যায় না!!! ও আমার প্রাণপাখি ময়না. . .”
আর বিয়ের পরে বউকে –
“অনেক বেশী, এর দাম অনেক বেশী, এত দামী শাড়ী কেনা যায়না!!! এরপরেও তো বাকি আছে গয়না. . .”
##ঘটনা ১: একটি ‘ভাল’ ছেলে আর একটি ‘খারাপ’ মেয়ের মধ্যে relation হয়…
ছেলেটি প্রতারিত হয়… আর সে বলে দুনিয়ার সব মেয়ে খারাপ…
ঘটনা ২: একটি ‘ভাল’ মেয়ের সাথে একটি খারাপ ছেলের relation হয়…
এইবার মেয়েটি প্রতারিত হয়… আর মেয়েটি মনে করে দুনিয়ার সব ছেলেই খারাপ…
ঘটনা ৩: প্রতারিত হওয়া ভাল ছেলে এবং মেয়েটির মাঝে কাকতালীয়ভাবে কখনও পরিচয় হলেও তাদের মধ্যে ‘বন্ধুত্ব’ ছাড়া আর কিছু হয় না…কেননা তারা দুইজনের চিন্তাধারাই ভুল…
যার জন্য অনেক সময়েই দুইজন ভাল মানুষের মাঝে সম্পর্ক হয়না…
##রোগী ডাক্তারকে : বুঝলেন আপনি যাকে নার্স রেখেছিলেন তার তুলনা নেই। তার ছোঁয়াতেই আমি সম্পূর্ণ ঠিক হয়ে গেছি।
ডাক্তার : হ্যাঁ , থাপ্পড়ের আওয়াজটা বহুদূর থেকে শোনা গিয়েছিল।
##জামাইবাবু : তোমাদের এখানে সবচাইতে বিখ্যাত কী?
শালী : যে সবচেয়ে বিখ্যাত ছিল তাকে তো আপনি নিয়ে গেছেন।
##আপনি কি জানেন, মৃত্যুর পরও আমাদের কোন জিনিসগুলো কতক্ষণ পর্যন্ত জীবন্ত থাকে?
হৃত্পিণ্ড= ১০ মিনিট
মস্তিষ্ক= ২০ মিনিট
চোখ= ৪ ঘন্টা
ত্বক= ৫ দিন
অস্থি=৪০ দিন
আর ভাল মানুষগুলো?
___কেয়ামতের শেষ দিন পর্যন্ত, তাই চেষ্টা করুন প্রতিদিন কারো ভাল করতে না পারলেও,অন্তত ক্ষতি করবেন না।