একটু প্রাণ খুলে হাসুন !!!২৬!!!

##¤যদি কোন মেয়েকে দেখেন যে, যে মেয়ে আগে ঘরের বাইরে বের হলে মেকআপ নিত সে এখন ঘরে থাকলেও মেকআপ করা অবস্থায় থাকে তাহলে কি বুঝবেন?!?

¿

¿

¿

¿

¿

¿

¿

¿

¿

হয় সে হিন্দী সিরিয়ালগুলির উপর এডিক্টেড অথবা….

¿

¿

¿

¿

¿

দেশে 3G সিস্টেম চালু হইছে আর তার 3G সাপোর্টেড মোবাইল আছে [ বলা তো যায়না; কখন কে ফোন করে ] ….. lolz….

##.অনেক মোটা একটা লোক সাইকেল চালাচ্ছিল… আর ফুর্তিতে গান গাচ্ছিলো..
“♫♫…দেখা হে পেহলি বার,সাজন কি আখোঁ মে পেয়ার…♫♫♫”

এক ছোট বাচ্চা দেখে হাসতে লাগলো। রেগে গিয়ে মোটা লোকটা বলল,”কি হয়েছে”

…বাচ্চা তখন বলল, “দেখা হে পেহলি বার, সাইকেল মে হাতি সওয়ার”

##[মেয়েরা ভুলেও এই পোস্টটি পড়বেন না। প্লিজ]
.
.
… সকল ছেলে বন্ধুদের জন্য এই পোস্ট[পরার জন্য অনুরোধ রইল]__
একটা মেয়ে কান্না করলে, সারা দুনিয়ার সবাই আসবে তাকে সান্ত্বনা দিতে !!!,
একটা ছেলে কান্না করলে বলবে ‘‘মেয়েদের মত আচরণ করবি না” !!!!




কোন মেয়ে যদি ছেলের সাথে কথা বলে তাহলে তারা”Friendly” ,
আর কোন ছেলে একটা মেয়ের সাথে কথা বলতে গেলেই শালার সেইটা “Flirting” !!!




কোন মেয়ে যদি ছেলেকে থাপ্পড় মারে তাহলে সেটা ছেলের দোষ এর কারনে !!!,
আর কোন ছেলে যদি মেয়েকে থাপ্পড় মারে তাহলে ছেলেটা খারাপের হাড্ডি !!!




এমনকি ছেলেদের আগেই মেয়েদের বিয়ে করার অনুমতি মিলে যায় !!!
অথচ ছেলেরা বিয়ে করতে চাইলেও তাদের পরিবার অনুমতি দেয়না !!!




এতো সুবিধা পাওয়ার পরও মেয়েরা নাকি এই দুনিয়ায় আরও সুবিধা চায় !!

##“৫ মিনিটের মাঝে আমি রেডি হচ্ছি” – এক মেয়ের উক্তি

আর

“৫ মিনিটের মাঝে আমি কল ব্যাক করছি”- এক ছেলের উক্তি

প্রায় একি অর্থবোধক!!

৫ মিনিট যেন শেষ ই হয় না

##কে হবে কোটিপতি অনুষ্ঠানে এক লোক ১ কোটি টাকার প্রস্নে আটকে গেল আর

সে তার লাইফ লাইন “ফোন এ ফ্রেন্ড” ব্যাবহার করলো অপর পাশে ছিল তার গার্লফ্রেন্ড

আসাদুজ্জামান নুরঃ

“আপনার কাছে ৩০ সেকেন্ড সময় আছে আর সময় শুরু হচ্ছে এখন”
ছেলে প্রশ্ন পড়লো আর সাথে অপশন পড়লো বলল ৩০ সেকেন্ড এর মধ্যে উত্তর দাও জলদি
.
.
.
.
গার্লফ্রেন্ডঃ

”ফাইজলামি পাইছ সারাদিন তোমার মোবাইলে কল দিলাম একবার নম্বর বিজি আরেকবার ধরনা আর তোমার আমাকে ফোন করার সময় হয় না এখন কি জন্য কল করছ ….. ৩০ সেকেন্ড শেষ……
_________________________________

#@#◕অন্তরের ১০ টি রোগ◕

১ – আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করেন কিন্তু তাঁর আদেশ পালন করেন না।
২ – মুখে বলেন মুহাম্মদ (সাঃ) কে ভালবাসি কিন্তু তাঁর সুন্নতের অনুসরণ করেন না।
৩ – কুরআন পড়েন কিন্তু তা বাস্তবায়ন করেন না।
৪ – আল্লাহর সমস্ত নেয়ামত ভোগ করেন কিন্তু তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন না।
৫ – স্বীকার করেন শয়তান আপনার শত্রু কিন্তু তার বিরুদ্ধাচরণ করেন না।
৬ – জান্নাত পেতে চান কিন্তু তার জন্য আমল করেন না।
৭ – জাহান্নাম থেকে বাঁচতে চান কিন্তু সেখান থেকে পালানোর চেষ্টা করেন না।
৮ – বিশ্বাস করেন যে প্রতিটি জীবনকে মৃত্যু বরণ করতে হবে কিন্তু তার জন্য নিজে প্রস্তুত হন না।
৯ – পরনিন্দা ও গীবত করেন কিন্তু নিজের দোষ ত্রুটি ভুলে যান।
১০ – মৃত ব্যক্তিকে দাফন করে আসেন কিন্তু তা থেকে কোন শিক্ষা গ্রহন করেন না।

••►কাজেই হে মুসলিম ভাই বোনেরা !!! আপনার অন্তর পরীক্ষা করে দেখুন

Leave a Comment