$$একটা ক্লাস টু এর বাচ্চা ম্যাডাম কে বলছেঃ ম্যাডাম, আমাকে আপনার কেমন লাগে??
ম্যাডামঃ সো সুইট!! কতো লক্ষ্মী একটা ছেলে তুমি!! আমি তো তোমাকে খুবই পছন্দ করি!!
বাচ্চাঃ তাহলে আমি আমার আম্মু আব্বুকে আপনার বাসাতে পাঠাই??
ম্যাডামঃ মানে!? বাসায় পাঠাবে মানে?? কেনো পাঠাবে??
বাচ্চাঃ মানে তারা যাতে আরও আলাপ আলোচনা করতে পারে!!এখুনি ঠিক করে ফেলা ভালো।। নইলে দেখা গেলো আপনি অন্য কাউকে আমার জায়গা দিয়ে ফেললেন, আর আমার তো তখন সর্বনাশ হয়ে যাবে!!
ম্যাডামঃ কি সব আজেবাজে কথা বলছো!?
বাচ্চাঃ
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
প্রাইভেট পড়ানোর জন্য ম্যাডাম!!
$$দাদা : তার নাতীকে বলছে, যা পালা তাড়াতাড়ি তুই আজকে স্কুলে যাস নাই তাই তোর টিচার বাড়িতে আইছে
নাতী : আমি পালামু না তুমি বরং পালাও কারণ আমি স্যারকে বলেছি আমার দাদা মারা গেছে তাই স্কুলে যাই নাই…..
$$একজন অবিবাহিত পুরুষ…
ফেসবুক এ status দিল
“পাত্রী চাই”
.
.
.
…
..
.
.
2 girls liked it
And 140 men commented
“আমারটা নিয়ে যা”…
$$লাভ ♥ স্টোরি আজকাল →
ধাপ ১ • In Love
ধাপ ২ • First Stage
ধাপ ৩ • 2nd Stage
ধাপ ৪ • Call Waiting
ধাপ ৫ • Doubt
ধাপ ৬ • Double Game
ধাপ ৭ • Fight
ধাপ ৮ • … and Breakup
^-^-^-^-^-^-^-^ -^-^-^ —’
$$একটা ছেলে একটা মেয়েকে টেক্সট পাঠালো ….
ছেলেঃ Hi
মেয়ে (নিজে নিজে ভাবছে): ওহ!.. সে আমাকে টেক্সট পাঠিয়েছে.. সে কী যে চাইছে! .. হয়তো সে কথা বলতে চায় .. নয়তো সে আমার জন্য পাগল হয়ে আছে, কিন্তু সে শুধুমাত্র একটা ‘হাই’ বললো .. আমার উত্তর দেওয়া উচিত, তাকে অপেক্ষায় রাখা ঠিক হবেনা .. উমমম.. আমার আরো ২-৩ মিনিট অপেক্ষা করা উচিত যাতে সে মনে করে আমি ব্যস্ত … নাহ, এটা বোধহয় ঠিক হবেনা … সে কী আমার প্রতি দুর্বল? সে কি বোরিং ? যাই হোক না কেন, সে আমাকে চায় কি না আমি তা কেয়ার করিনা … কে বলেছে যে আমি তাকে পছন্দ করি? হুহ .. এক্ষুনি একটা রিপ্লাই দিই, নয়তো সে ভাবতে পারে তাকে নিয়ে কতোই না ভাবছি!… কি রিপ্লাই দিবো, ‘Hi’ , ‘Hi’ নাকি ‘Hey’… নাকি ‘Heyyyyy’ … ধুর এটা স্টুপিডদের কাজ … ‘Hey’-ই চলবে … তাকে বুঝতে দেওয়া যাবেনা এটা আমি উদ্দেশ্যমূ লকভাবে করলাম নাকি অ্যকসিডেন্ টাল … ওকে! সব ঠিকঠাক! (নিঃশ্বাস উঠছে.. নামছে)
মেয়ে: Heyy !!!
ছেলে: কলেজে আজকের সবগুলো ক্লাশে আমার প্রক্সি মেরে দিবা? প্লিজজজ… !! xD
$$$যখন জন্ম নিয়েছিলাম ,
তখন এক মহিলা ছিল আমাকে জড়িয়ে ধরার জন্য
একজন “মা”
যখন একটু বড় হয়ে শৈশব এ পদার পন করলাম
… এক মেয়েকে আমার খেয়াল রাখা আর খেলার সাথি হিসেবে পেয়েছি
এক বোন
যখন স্কুল এ গেলাম
এক মহিলা ছিল আমাকে শিক্ষা দানের জন্য
একজন শিক্ষিকা
আমার যখন দরকার একজন সঙ্গি সহধর্মী,
ভালোবাসার আধার হবার জন্য
একজন স্ত্রী
যখন রুক্ষ আর কঠিন হয়ে যাব একজন থাকবে যার কারনে কোমলতা ফিরে আসবে
একজন কন্যা
যখন মৃত্যুবরণ করব এক মহিলা আমাকে কাছে টেনে নিবে
আমার মাতৃভূমি
আপনি যদি ছেলে বা পুরুষ
হন সকল মেয়ে অথবা মহিলা কে তাদের প্রাপ্য সম্মান দিন।
“আপনি মেয়ে হলে নিজের জন্য গর্বিত হন “।