একটু প্রাণ খুলে হাসুন !!!২৯!!!

$$ঝগড়ার স্টাইলঃ
১৯৭০/ বালুর মাঠে আমার সাথেদেখা করিস! তারপর দেখাব মজা!
১৯৯০/ সাহস থাকলে আমগো আড্ডায় আহিস! আসবি ২ পা দিয়া, মাগার যাবি৪ কা’ধে।
২০০০/ ফোনে এতো বাহাদুরি করিস না। হিম্মত থাকলে সামনে আইসা কথা কইস শালা।

২০১১/ তুমি ফেসবু্কে আইস মামা। তোমার ওয়ালে এমন এমন পোস্ট দিমু যে তুমি নিজেই নিজেরে LOCK মেরে দিবা।

$$ যখন কেউ আপনাকে কষ্ট দেয়
কাদবেন না!!
কারন কাঁদতে ৪৯ টা পেশি ব্যাবহার হয় আর হাসতে লাগে ১২ টা
কিন্তু থাপ্পড় দিতে লাগে খালি ৬ টা
… এনার্জি বাঁচান

$$ পরীক্ষার আগে হাবলু শুয়ে শুয়ে পড়ছে। বাবা ঘরে ঢুকে জিজ্ঞেস করলেন:
-কী পড়ছ?
-কোয়ান্টাম মেকানিকস।
-বই উল্টো করে ধরে রেখেছ যে!
-সোজা করে ধরে রাখলেও বুঝি না তো!…;p

$$ একটি ছেলের চোখ একটি ভিড়ের মধ্যে সুন্দর মেয়ে অনুসন্ধান করতে পারে google search এর চেয়েও দ্রুততর ।

আর যখন একটি ছেলে একটি মেয়েকে propose করে তখন তার heart beat তখন বাংলাদেশের BRTC সার্ভিস এর চেয়েও slow( ভীত,অস্থির) হয়ে যায়

$$ মেয়েদের ক্ষেত্রে প্রেমে পড়ার কিছু লক্ষণ।।

১ ঘন ঘন বারান্দায় গিয়ে দাড়ানো
২ সাজগোজের প্রতি বেশি নজর দেয়া ।
৩ কোনো কোনো পোশাকের প্রতি অতিশয়
দূর্বলতা থাকা
৪ একটু পর পর আয়নায় নিজেকে দেখা।
৫। কোথাও যাওয়ার আগে ওড়না ঠিক আছে কি না সেটা বার বার দেখা এবং অকারণের
ওড়না ঠিকঠাক করা ।
৬ । টিভিতে প্রেম বিষয়ক জিনিস দেখে লজ্জায় লাল
হয়ে যাওয়া ।
৭। দরজা বন্ধ করে রাখার প্রবণতা তৈরি হওয়া ।
৮। বাসায় সাজগোজের যন্ত্রপাতির আধিক্য দেখা যাওয়া ।
৯। যার কোনোদিন ঘুমিয়ে সমস্যা ছিল না তার ঘুম না হওয়া ।
১০ । বেশি আহ্লাদি হয়ে যাওয়া ।

$$বাসভর্তি যাত্রী নিয়ে একটি বিলাসবহুল বাস
নিয়ন্ত্রন হারিয়ে এক নদীতে পড়ে গেল। বাসের সব
যাত্রী-ই ছিল বিবাহিত এবং সবার সঙ্গেই যার যার
স্ত্রী ছিল। কাকতালীয়ভাবে সব
স্বামী সাঁতরে তীরে উঠতে পারলেও সবার
স্ত্রী ডুবে মারা গেল। সব
স্বামী স্ত্রী মারা যাওয়ায় ১ দিন লোক
দেখানো কান্নাকাটি করল ( বলা বাহুল্য
মনে মনে সবাই খুশি হয়েছিল )!
কিন্তু এক যাত্রী পুরো এক সপ্তাহ কাঁদল!
কেন?
¿
¿
¿
¿
¿
সে কি তাহলে খুব স্ত্রী ভক্ত ছিল?
¿
¿
¿
না!
¿
¿
¿
তাহলে?
¿
¿
¿
¿
¿
¿
কারণঃ “তার স্ত্রী বাসটি মিস করেছিল” …..

$$বন্ধুত্ব ঠিক ভেজা সিমেন্ট এর উপর দাঁড়ানোর মত
যতবেশি সময় আপনি থাকবেন
ছেড়ে যাওয়া তত কঠিন হবে
আর পায়ের ছাপ রাখা ছাড়া
আপনি যেতে পারবেন না!!$$

Leave a Comment