এটর্নি জেনারেল মাহবুবে আলম মনে করে শেখ হাসিনা ও শন্তু লারমার শান্তিতে নবেল পাওয় উচিত ছিল। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখার জন্য এ দুজন নবেল পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন।
মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘আপনারা নোবেল প্রাইজটাকে এত বড় করে দেখছেন কেন? বাংলাদেশে যদি শান্তির জন্য নোবেল প্রাইজ পেতে হয়, তাহলে আমি বলব, দুজনের পাওয়া উচিত ছিল—শেখ হাসিনা আর সন্তু লারমার। কারণ একটি বিরাট এলাকা সশস্ত্র সংগ্রামে লিপ্ত ছিল। যেখানে সেনাবাহিনী ছাড়া আমাদের যাওয়ার অবস্থা ছিল না। সেখানে আজ আমরা স্বাধীনভাবে বিচরণ করছি। শান্তি ফিরে এসেছে। এই শান্তি ফিরিয়ে আনার জন্য দুজন কাজ করেছেন, শেখ হাসিনা আর সন্তু লারমা। তাঁরা নোবেল প্রাইজ পাননি বলে কি শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে তাঁদের যে কাজ, তা কম হয়ে যাবে?’
গতকাল মঙ্গলবার মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংকের পরিচালকদের রিটের আদেশের পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এটর্নি জেনারেল এই মত প্রকাশ করেন।
নবেল কমিটি সঠিক লোক চিনতে ভুল করেছেন! নবেল আসলে মুহাম্মদ ইউনূসের না শেখ হাসিনার পাওয়া উচিত ছিল!! :amazed:
এটর্নি জেনারেল একটু তেল ঢাললেন হাসিনার উদ্দেশ্যে, তার আবার বিশাল তেলের ডিপো আছে, একেবারে চুঁইয়ে চুঁইয়ে পড়ছে!
সূত্র: প্রথম আলো।