গত বছর একুশে ফেব্রুয়ারিতে লিখেছিলাম ক’টা লাইন, এই মূহুর্তে মাথায় আর কিছু আসছে না, ওইটাই কপি পেস্ট করে দিলাম সাথে একুশে ফেব্রুয়ারি গানটার ডাউনলোড লিংক।
একুশে ফেব্রুয়ারী রাতের নেশা জাগানো ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো..’ গান, ফুল হাতে হাজারো মানুষের ঢল, শহীদ মিনারের পবিত্র পরিবেশ খুব খুব মিস করছি এই মূহুর্তে। টানা ৬ বছর এস এম হলে থাকার সুবাদে প্রতি বছর এই রাতটা এই সুন্দর পরিবেশে কাটানোর সুযোগ হয়েছিল এতদিন। আজ শুধু মন বারবার ছুটে যাচ্ছে এস এম হলের সামনের রোডটায়। কাল সকালে হয়ত যাওয়ার সুযোগ হবে, কিন্তু দিনের পরিবেশ অনেক আলাদা মনে হয়, যাদের একুশের রাতে শহীদ মিনারে যাওয়ার সুযোগ হয়েছে তারা হয়তো বুঝবেন। মনে পড়ে, ছয়টি বছরের প্রতিবারই রাতের কোন এক সময়ে অদ্ভুত এক আবেগে চোখ ভিজে উঠত। আর ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো..’ গানটার মধ্যে কি যেন একটা আছে….জানি না, বার বার শুনেও একটুও বিরক্তি বোধ হয়না এই রাতে, বরং রাস্তার মাইকগুলোতে কিছু সময়ের জন্যে গানটা বন্ধ হলেই মেজাজ খারাপ লাগতো। মিস করছি সব এই মূহুর্তে। বেঁচে থাকলে যাবই আবার কোন একুশের রাতে, একা নয়, বিয়ে করে বৌ বাচ্চা নিয়ে। সবচেয়ে ভাল লাগার বিষয়গুলোতে খুব কাছের মানুষদের সাথে রাখতে ইচ্ছে করে।
একুশের গান:
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি।
ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি।
আমার সোনার দেশের রক্তে জাগালো ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি।
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি।
গানটি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন:
অনেক ধন্যবাদ। গানটির লিংক দেয়ার জন্য। আমার ব্লগে আপনাকে স্বাগতম।
আপনাকেও ধন্যবাদ আমার লেখাটা পড়ার জন্য।
গানটার মধ্যে একটা নেশা আছে, শুনতে অসম্ভব ভাল লাগে। ধন্যবাদ।
ধন্যবাদ মন্তব্যের জন্য।