পরিমল ও হোসনে আরার শাস্তির দাবীতে মানববন্ধন

গতকাল শনিবার বেইলিরোড সংলগ্ন ভিকারুন্নেসা নূন স্কুল ও কলেজের সামনে পরিমল ও প্রিন্সিপাল হোসনে আরা বেগমের শাস্তির দাবীতে বিশাল এক মানববন্ধন হয়ে গেল। অসংখ্য মানুষ এই মানববন্ধনে অংশ নেয়। অন্য স্কুলের ছাত্রীরা, অনেক অভিভাবক, সমাজ কর্মী, সাধারন মানুষরা এই মানববন্ধনে অংশ নিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির রব তোলে।

আর কোন পরিমল যেন এভাবে নির্যাতন করার সাহস না পায় এমন শাস্তি দেওয়া হোক পরিমলকে। আর কেউ যেন কখনও পরিমলদের মত ধর্ষকদের সহায়তা করা সাহস না পায় এজন্য দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক কলেজের অধ্যক্ষ হোসনে আরা সহ অন্যান্য সহযোগীদের। সকল ছাত্রীরা ও নারীরা সচেতন হোক, যাতে এ ধরনের ঘটনা আরেকবার ঘটলে প্রতিবাদে সোচ্চার হতে পারে, তাদের যেন চিন্তা করতে না হয় অপরাধীর শাস্তি হবে কি হবে না, নির্যাতিতার নিরাপত্তাও যাতে নিশ্চিত থাকে। এ সবই ছিল মানববন্ধনের উদ্দেশ্য।

বড় আরেকটা ব্যাপার, যারা নারী নির্যাতন করে তারা কাপুরুষ। এই কাপুরুষদের আরেকবার জানিয়ে দেওয়া হলো, মানুষ এখন আর চুপ থাকে না, সরকারী মন্ত্রী এমপি আর ক্ষমতা থাকলেই আর পার পাওয়া যাবে না, সাধারন মানুষ থেকে শুরু করে মিডিয়া, ব্লগ, ফেসবুক সহ সবজায়গায় মানুষ এক হয়ে এখন অপরাধীদের বিরুদ্ধে আওয়াজ তুলে, সরকারের ক্ষমতা নায় এত প্রতিবাদের মুখে অপরাধীদের বাঁচানো। সুতরাং সমস্ত অপরাধীরা সাবধান।

 

Photos and news of this human chain are taken from: Human chain by Viqarunnisa Noon students against Porimol and Principal

Leave a Comment