ছাত্র শিবিরের “বুড়ো গোলাপ” ।
তখনও অনুষ্ঠান শেষ হয়নি । প্রগতিশীল ছাত্র জোট আয়োজিত “Our campus Our Right” বিষয়ক একটি সেমিনারের শেষে প্রশ্ন উত্তর পর্ব চলছে । অনুষ্ঠানের সভাপতিত্ব করছিলেন রংপুর জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রাশে-দুল ইসলাম (বাবু)। আমার উপর দায়িত্ব ছিল অনুষ্ঠানের বিষয় ভিত্তিক প্রশ্নের উত্তর দেয়া । প্রশ্নের উত্তরের এক পর্যায়ে বললাম ক্যাম্পাসের সকল বন্ধু-বান্ধবী মিলে ক্যাম্পাসের ভালো-মন্দ …