গুগোল ক্লাউড কানেক্ট সার্ভিস।
সম্প্রতি গুগোল চালু করে করেছে গুগোল ক্লাউড কানেক্ট (Google Cloud Connect) নামে একটি সার্ভিস। যার সাহায্যে সমকালীন (Simultaneous) ভাবে Word, Excel এবং PowerPoint ফাইল এডিট করা যাবে, প্রতিটি ফাইল এর জন্য গুগোল ডকস (Google Docs) এর শেয়ারিং ইউআরএল (URL) পাওয়া যাবে। ফাইলগুলোর রিভিশন হিস্টোরি পাওয়া যাবে, গুগোল ডক্স এ ফাইলগুলোকে থাকবে, অফলাইনে কোন ফাইল এডিট …