সম্প্রতি গুগোল চালু করে করেছে গুগোল ক্লাউড কানেক্ট (Google Cloud Connect) নামে একটি সার্ভিস। যার সাহায্যে সমকালীন (Simultaneous) ভাবে Word, Excel এবং PowerPoint ফাইল এডিট করা যাবে, প্রতিটি ফাইল এর জন্য গুগোল ডকস (Google Docs) এর শেয়ারিং ইউআরএল (URL) পাওয়া যাবে। ফাইলগুলোর রিভিশন হিস্টোরি পাওয়া যাবে, গুগোল ডক্স এ ফাইলগুলোকে থাকবে, অফলাইনে কোন ফাইল এডিট করলেও তা সয়ংক্রিয় (Automatic) ভাবে সিনক্রোনাস (Synchronization) হবে। এর জন্য অফিস সফটওয়্যারকে আপগ্রেড করতে হবেনা বা শেয়ারপয়েন্ট ডেপলয়মেন্ট দরকার হবে না।
গুগোল ক্লাউড কানেক্ট যে কোন উইন্ডোজ অপারেটিং যেমন উইন্ডোজ এক্সপি (ডট নেট ফ্রেমওয়ার্ক ২.০ থাকতে হবে), ভিস্তা বা সেভেন এবং যেকোন মাইক্রোসফট অফিস প্রোগ্রাম যেমন ২০০৩, ২০০৭ এবং ২০১০ এ কাজ করে।
Google Cloud Connect ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে এখান হতে ক্লাউড কানেক্ট সফটওয়ারটি ডাউনলোড করে নিতে হবে এবং ডাউনলোড হবার সাথে সাথেই তা ইন্টারনেট হতে ইন্সটল শুরু করবে অর্থাৎ এটা একটি ওয়েভ ইন্সটলার ফাইল।
এরপর আপনাকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্ট ওপেন করতে হবে।
এখন Login বাটন এ ক্লিক করে আপনাকে লগিন করতে হবে।
গুগল অ্যাকাউন্ট এ লগিন করার পর আপনাকে Grant Access বাটন এ ক্লিক করে অ্যাক্সেস দিতে হবে এবং সিনক্রোনাস অপশন সিলেক্ট করে Ok বাটনে ক্লিক করতে হবে।
যদি আপনি Automatic সিলেক্ট করে থাকেন তাহলে ডকুমেন্ট সেভ করার সাথে সাথেই সিনক্রোনাস হবে আর Manual সিলেক্ট করলে আপনাকে ম্যানুয়ালী Sync বাটনে ক্লিক করে সিনক্রোনাস করতে হবে।
সুতরাং দেরি না করে এখুনি ডাউনলোড করুন গুগোল ক্লাউড কানেন্ট এবং উপভোগ করুন গুগল এর নতুন সার্ভিসটি।
দরকারী সফটওয়্যারসমূহঃ
১। Google Cloud Connect
২। .NET Framework 2.0 বা .Net Framework 2.0 Service Pace 2