চ্যাটিং এর মাধ্যমে যত খুশী আয় করা যায় !!!

চ্যাঁটিং এর মাধ্যমে আয় করুন!! যদি কেউ চ্যাট করতে পছন্দ করেন তাহলে চ্যাট করেই আয় করা যায়। 

আমরা প্রতিদিন ইন্টারনেটে ব্রাউজিং করে ঘন্টার পর ঘন্টা ব্যয় করে দিচ্ছি, যার প্রতিটি ঘন্টা/মিনিটকে আমরাই পারি আয়ের উৎস হিসেবে বানাতে পারি। আপনি ইচ্ছা করলেই পারেন আপনার প্রতিটি মিনিটের মাধ্যমে আয় করতে। তাহলে নিচের লিঙ্কে যান এবং নিবন্ধন করুন- http://birejji.com/index.php?key=74237

এই সাইটে চ্যাট করে ১দিনে 5$ ডলার পর্যন্ত আয় করা যায়। এখানে বিভিন্ন চ্যাট রুম রয়েছে; যে কোন একটিতে জয়েন করে চ্যাট আরম্ভ করে দিন আর সাথে সাথে ইনকাম শুরু করে দিন। যে চ্যাট রুমে সদস্য বেশি বা বেশি পুট দেখে রুম-এ জয়েন/ভিজিট করলে বেশি সেন্ট আপনার একাউন্টে যোগ হবে, যা আপনি আপনার পাতার উপরের ডানে দেখতে পাবেন কত আয় হচ্ছে। সেখানে বাংলাদেশি চ্যাট রুমও আছে।

টাকা তুলতে বা পেতে কিন্তু আপনার একটি এলার্টপে একাউন্ট লাগবে, যা আপনি নিচের লিঙ্কে গিয়ে সাইন আপ করে নেবেন। https://www.alertpay.com/?1WuDhvywvlnZoD1Mt%2fBfXw%3d%3d

এলার্টপে পাতাটি ওপেন হলে তিন অপশনের মধ্যে পারসোনাল প্রো অপশনটিতে ক্লিক করে নেক্সটে যেতে হবে এবং আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন শেষ করবেন এবং Personal Pro catagoryতে একাউন্ট খুলে তা কিন্তু ভেরিফাই করতে হবে। ভেরিফাইড না হলে আয় করলেও তা উত্তোলনে কিন্তু ঝামেলা হতে পারে। ভেরিফাইয়ের জন্য তিনটি অপশনের মধ্যে এ ও সি অপশন দুটোই বেস্ট। এ-তে য়াপনার ব্যাঙ্কের তথ্য এবং বি-তে আপনার মোবাইল ফোন নম্বর ভেরিভিকেশন করতে হয়।

এরপর সাইন ইন করলে ওপরের দিকের বামপাশে দেখবেন লেখা আছে পরপর–Account Villages Friends আর ডানে আছে- Earnings: Online Logout। আপনি Villages -এ ক্লিক করলে অনেক চ্যাট রুম আসবে এবং পছন্দের রুমের ভিজিট বা জয়েন অপশনে-এ ক্লিক করলেই ঐ রুমটি চালু হবে এবং ওপরের দিকে নিয়মও বলা আছে। আর চ্যাট করার বা লেখার জন্যও বক্স আছে—সেখানে লিখুন আর চ্যাট শুরু করুন। চ্যাটরতদের মধ্যে যার সাথে চ্যাট করতে চান,তার নামটিতে ক্লিক করলেই সে নামটি চ্যাটবক্সে সিলেক্ট হবে–তখন তাকে যা খুশি তা-ই লিখুন আর বেশি বেশি চ্যাট করুন।

Leave a Comment