বাংলাদেশ আর আয়ারল্যান্ড খেলার সময় উইকেট পাওয়ার পর আশরাফুলের নাচ, মমতাজের ‘নান্টু ঘটক…পোলা তো নয় যেন আগুনেরই গোলা’ গানের তালে তালে।
ভিডিওটা দেইখ্যা হাসতে হাসতে পেট ফাইট্যা যাওয়ার অবস্হা। সামু ব্লগে পাইলাম একজন এক পোস্টে এই ভিডিও দিছে।
ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য আশরাফুলকে ছোট করা না, যাস্ট মজা।
httpv://www.youtube.com/watch?v=2mb-rQqYUu4