অসাধারণ এক ক্রিকেট ম্যাচ দেখলাম আজ!

চরম নাটকীয় এক ম্যাচ। আজকের ইন্ডিয়া – ইংল্যান্ড ম্যাচ আমার সবচেয়ে ভাল লাগা ম্যাচ গুলোর একটি। শচীন টেন্ডুলকারের ১২০ রানের কল্যানে ইন্ডিয়া ৩৩৮ রান করতে সক্ষম হয়। ইন্ডিয়ার রান আরো কিছু বেশি হতে পারতো, কিন্তু ইংল্যান্ড ভালভাবেই সামাল দিয়েছে শেষ দিকে।

sachin tendulkar vs england
সচীন টেন্ডুলকার

 

zaheer khan, india vs england match
জহির খান, এন্ড্রু স্ট্রাউসের উইকেট নেওয়ার পর

ইংল্যান্ডের এত রান চেজ করে জেতার কোন ইতিহাস নাই, এমনকি বিশ্বকাপেও নাই। ইংল্যান্ড জিতে গেলে অনেকগুলো রেকর্ড হতো এ ম্যাচে। তবুও রেকর্ড কম হয়নি, এন্ড্রু স্ট্রাউসের ১৫৮ রানের ইনিংস বিশ্বকাপে একটা রেকর্ড, তিনি অস্ট্রেলিয়ার হেইডেনের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন। এন্ড্রু স্ট্রাউসের সেঞ্চুরির পর আর মনে হয় নি ইংল্যান্ড হেরে যাবে। ম্যাচ টাই হওয়ার জন্য কৃতিত্ব অবশ্যই জহির খানের। তার অসাধারণ এক স্পেলে ৩ টি উইকেট নেওয়ার পর ম্যাচের কন্ট্রোল কিছুটা ইন্ডিয়ার হাতে চলে যায়। শেষ দিকে ইংল্যান্ড আবার ফিরে এসেছিল, শেষ অভারে মনে হচ্ছিল জিতেই যাবে ইংল্যান্ড। যাক শেষ পর্যন্ত তা আর হয় নি। ম্যাচ টাই হওয়াতে শচীন টেন্ডুলকার আর এন্ড্রু স্ট্রাউস দুজনের কারোও সেঞ্চুরিরই গুরুত্ব কমলো না।

Andrew Strauss of England after 100 score against england
এন্ড্রু স্ট্রাউস, অসাধারণ এক সেঞ্চুরির পর

 

স্কোর:

ইন্ডিয়া :

৩৩৮ (৪৯.৫ অভার), সচীন টেন্ডুলকার – ১২০ রান, ১১৫ বলে। যুবরাজ সিং – ৫৮, গৌতম গাম্ভির – ৫১।

ইংল্যান্ড:

৩৩৮/৮ (৫০ অভার), এন্ড্রু স্ট্রাউস – ১৫৮ রান, ১৪৫ বলে। ইয়ান বেল – ৬৯,  যুবরাজ সিং – ৩ উইকেট।

Leave a Comment