আজব মানুষ
– একজন মানুষ এক বছরে গড়ে ১৪৬০ টি স্বপ্ন দেখে
– মানুষের মস্তিস্কের ৮০%ই পানি
– মৃত্যুর পরেও মানুষের চুল ও নখ বাড়ে।
– গড়ে আমেরিকানরা প্রতি বছর ১৮ বিলিয়ন হটডগ খায়!
– বয়স বাড়ার সাথে সাথে চোখের রঙ হালকা হয়ে যায়।
– গড়ে একজন মানুষের চোখ বছরে ৪২ লাখ বার পলক ফেলে।
– মানবদেহে সবচেয়ে দীর্ঘ জীবন্ত কোষ হলো মস্তিস্কের কোষ।
– হাতের নখ, পায়ের নখের চেয়ে চারগুন দ্রুত বাড়ে।
– মানবদেহের মোট হাড়ের ১/৪ অংশ পায়ে অবস্থিত!
– প্রতি মিনিটে যুক্তরাষ্ট্রে ৬জন সতেরোতে পা দেয়।
– জন্মথেকে আমাদের চোখ একই সাইজের থাকলেও বৃদ্ধির সাথে সাথে কান ও নাক বাড়তে থাকে।
– ডানহাতি লোকজন বাহাতি লোকের চেয়ে গড়ে ন’বছর বেশি বাঁচে।
– জীবিতকালের মোট একটা বছর মানুষ তার হারানো জিনিস খুঁজে বেড়ায়।
– গড়ে একজন মানুষ জীবতকালের দুইবছর ফোন করে কাটায়!!!
– গড়ে একজন মানুষ তার জীবিত কালের মোট ১২বছর টিভি দেখে কাটায়!
– সবচেয়ে কনিষ্ট পোপ ছিলেন বেনেডিক্ট-৯, ১১বছর বয়সে!
– ছেলেদের চেয়ে মেয়েদের চোখের পলক দ্বিগুনহারে পরে।
– সবারই আলাদা আলাদা আঙুলের ছাপের মত আলাদা আলাদা জিহ্বার ছাপ আছে!
– গড়ে একজন মানুষ তার জীবতাবস্থায় ৬০০০০ পাউন্ড খাদ্য গ্রহন করে।
– আপনি কখনই আপনার কনুই এ জিহ্বা লাগাতে পারবেন না!
– আপনি কোন কিছুর সাহায্য ছাড়া কখনই নিজের শ্বাসরোধ করে নিজেকে হত্যা করতে পারবেন না
– জীবতাবস্থায় একজন মানুষ গড়ে মোট ২৪বছর ঘুমে কাটায়।
– জীবতাবস্থায় একজন মহিলা গড়ে ৬ পাউন্ড লিপিষ্টিক ব্যবহার করেন।
– বিশ্বে সবচেয়ে কমন নাম হল মোহাম্মদ।
– চীনের Mao Zedong তার জীবনাবস্থায় কখনও দাঁত মাজেন নি।
– রাশিয়ার এলিজাবেথ-১ যখন ১৯৬২ সালে মারা যান, তখন তার ওয়্যাড্রোবে ১৫০০০টি পোষাক ছিল।
– Bullet proof vests, fire escapes, windshield wipers, laser printers সবই মহিলা দ্বারা আবিষ্কৃত।
– পৃথিবীতে প্রায় ৩.৯% মেয়েই অন্তর্বাস পড়া পছন্দ করে না
– মৃত্যুর পর মানুষের কান সবুজাভ বাদামী কালার ধারন করে
– বিশ্বর সবচাইতে ধনী ৩ জন লোকের মোট টাকার পরিমান গরীব ৪৮ টি দেশের মোট টাকার চাইতেও বেশি
– অটিস্টিক রোগীদের প্রায় ৬৫% বাহাতি
– মানুষের ভ্রুতে প্রায় ৫৫০ টি চুল থাকে
– হাঁচি দেওয়ার সময় মানুষের হার্টবিট বন্ধ থাকে
– মানুষের উরুর হাড় কনক্রিটের চাইতেও শক্ত
– পৃথিবীর প্রায় ৭০০ মিলিয়ন মানুষের পেটে কৃমি আছে
(চলবে)