আজব দুনিয়া
– উল্কার পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা দেখা যায় এক বছরে প্রায় ৯৩০০ বার
– পৃথিবীর ওজন গড়ে 6,588,000,000,000,000,000 টন
– জীবন্ত আগ্নেয়গিরীর ৯০% ভাগই পানির নিচে।
– প্রতিদিন গড়ে ১০০টন কসমিক ধুলিকনা পৃথিবী পৃষ্ঠে পতিত হয়।
– প্রতি সেকেন্ডে যদি একটা করেও তারকা গননা করা হয়, এই হিসাবে গালাক্সির মোটা তারকা গননা করতে তিনহাজার বছর সময় লাগবে।
– আইসবার্গ যেগুলি ভাসমান দেখা যায়, আসলে আমরা মোট আয়তনের ১/৯ ভাগ দেখি।
– রেইন ফরেষ্ট এত্তো বেশি ঘন যে, মাটিতে ১% সূর্যের আলো পতিত হয়।
– পৃথিবীর সমান ভূখন্ড সবাইকে সমান ভাবে দান করলে গড়ে ১০০ বঃফুট পাওয়া যাবে।
– পৃথিবীতে সবচেয়ে বায়ু বেশি প্রবাহিত হয় এন্টার্কটিকার উপকূলে, প্রতি ঘন্টায় প্রায় দুইশত মাইল বেগে
– গড়ে প্রতি বছরে ৫০ লক্ষবার ভূমিকম্প হয় পৃথিবীতে যার মধ্যে এক লক্ষ অনুভব করা যায়, আর প্রায় একহাজার ভূমিকম্প ক্ষতিসাধন করে।
– বিশ্বের সকল আইস গলে গেলে সমুদ্র পৃষ্ঠের উচ্চাতা ২৫০ ফিট বেড়ে যাবে
– পৃথিবীর ছয়টি দেশে এখনও ইন্টারনেট কানেকশান পৌছাইনি
– রাশিয়ার ৮% পলিটিশিয়ান হয় গুপ্তচর অথবা গুপ্তচর ছিল
সারাবিশ্ব
– ব্রাজিলের Monumental Axis সবচেয়ে প্রসস্ত রাস্তা যেখানে একসাথে ১৬০টি কার চলতে পারে।
– সবচেয়ে ক্ষনস্থায়ী যুদ্ধ হল ইংল্যান্ড আর জান্জিবারের মাঝে ১৮৯৬ সালে সংঘটিত যুদ্ধ যার আয়ুস্কাল মাত্র ৩৮মিনিট।
– পেরুর Central Railway হল বিশ্বের সবচেয়ে উচু রেলপথ যাতে ১৫৬৯৪ ফুট উচু Galera টানেল আছে।
– প্রথম চাইনীজরা টয়লেট পেপার ব্যবহার শুরু করে।
– বাতাসের মাধ্যমে সাহারা মরুভূমি থেকে প্রতিদিন প্রায় ৭০০০০ টন ধূলাবালি আটলান্টিক মহাসাগরে পতিত হয়
– পৃথিবীতে মাত্র তিনটা দেশ সাহারা মরুভূমির চেয়ে বড়। দেশগুলো- রাশিয়া, চীন ও কানাডা
– প্রশান্ত মহাসাগর পৃথিবীর প্রায় এক তৃতীয় অংশ জুরে অবস্হিত। অন্য সমস্ত মহাসাগর মিলে যত পানি আছে, প্রশান্ত মহাসাগর তারচাইতেও বেশি পানি ধারন করে।
– রাশিয়ার বিখ্যাত মদ ভদকার অর্থ “সামান্য পানি” যা রাশিয়ান সরকারের মোট আয়ের ১০%।
– প্রতি বছর গড়ে উঃ আমেরিকার বাচ্চারা হাফ বিলিয়ন ডলার খরচ করে চুইং গাম কিনতে।
– সিঙ্গাপুরের একটি মাত্র রেলওয়ে ষ্টেশন আছে
– পারদের তাপমাত্রা দিনের বেলায় প্রায় ৪৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এবং রাতের বেলা -১৮০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে
খাদ্য পানীয়
– কোকা কোলার রং একসময় সবুজ কালার ছিল
– সৌদি আরবে কোন নদী নেই
– গরম পানি ঠান্ডা পানির চাইতে তুলনামূলকভাবে তাড়াতাড়ি বরফে পরিনত হয়
– সকালবেলা লোকজনকে জেগে রাখতে কফির চেয়ে আপেল কার্যকরী।
– সাগর মহাসাগর গুলোতে যে পরিমান লবন আছে তা পৃথিবীতে ৫০০ ফুট পুরু আবরন তৈরি করতে পারে
1 thought on “জেনে রাখুন কিছু অবিশ্বাস্য সত্য-২”
Leave a Comment
You must be logged in to post a comment.
Pingback: replica prada wallet