বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্হাপত্য ও ভাস্কর্য- শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ

ধারনা করা হয় ১৯৭১ সালের ১৪ ই ডিসম্বরে ২৩২ জন বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছে। মিরপুর এবং রায়েরবাজার এলাকায় অধিকাংশ হত্যাকাণ্ড সংঘটিত হয়। সেইসব অসামান্য প্রতিভাদের প্রতি শ্রদ্ধা জানাতেই ঢাকার রায়েরবাজার এবং মিরপুরে স্হাপিত হয়েছে দুটি ভিন্ন স্মৃতিস্তম্ভ।

মিরপুরে স্থাপিত বুদ্ধিজীবী স্মৃতিসৌধটির নির্মাতা মোস্তফা আলী কুদ্দুস।

১৯৭১ সালের ১৪ ই ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী, রাজাকার ও আলবদর বাহিনীর সহায়তায় বাংলাদেশের বহুসংখ্যক বুদ্ধিজীবীদের হত্যা করে তাদেরকে মিরপুর এলাকায় ফেলে রাখে। সেই সকল বুদ্ধিজীবীদের স্মরণে সেই স্থানে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মিত হয়।

মিরপুর বুদ্ধিজীবি স্মৃতিসৌধ

রায়েরবাজার সৌধটি নির্মাণ করেছেন ফরিদউদ্দিন আহমেদ এবং মোহাম্মদ জামি আল শাফি।

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ

Leave a Comment