বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলোর অন্যতম। এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্হিত।
স্থপতি: হামিদুজ্জামান খান
ভাস্কর্যটিতে একজন মুক্তিযোদ্ধাকে দেখানো হয়েছে, এক হাত এক পা হারিয়েছেন, এক হাতে রাইফেল নিয়ে তবুও যেন পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধে বদ্ধপরিকর।
স্বাধীনতা যুদ্ধের গুরুত্ব এবং একজন মুক্তিযোদ্ধার শৌর্যের প্রতীক হিসেবে ভাস্কর্যটি তৈরি করেছেন শিল্পী হামিদুজ্জামান খান।
‘I wanted to show that our freedom fighters fought against the Pakistani forces even when they had nothing to fight with,’ says Hamiduzzaman Khan, who is the chairman of Dhaka University’s sculpture department.
