গুগোল ইমেজ সার্চ এর নতুন ফিচার।

গুগোল ইমেজ সার্চ এ নতুন ফিচার যোগ করেছে। গুগোল ইমেজ (http://image.google.com) কোন ইমেজ সার্চ করার পর যে কোন একটি ইমেজ এর উপর মাউস ধরলে তা বড় আকারে দেখায়। এর ফলে কোন ছোট ইমেজকে অপেন না করে বা ক্লিক না করে শুধু মাত্র উপরে মাউস রেখেই কিছুটা বড় আকারে দেখা যাবে অনেকটা নিচের ছবির মত।

Leave a Comment