জিমেইল এ ব্যবহার করুন বাংলা ফনেটিক কীবোর্ড।

সম্প্রতি জিমেইল চালু করেছে অটো ট্রান্সলেশন সার্ভিস। অর্থাৎ আপনি ইংরেজিতে কোন কিছু লিখলে তা অটোমেটিক বাংলা বা অন্য ভাষায় রুপান্তরিত হবে। এটা ফনেটিক স্টাইল সাপোর্ট করে। এই সার্ভিসটি চালু করতে হলে আপনাকে জিমেইল এর Settings হতে General এ যেতে হবে। তারপর “Enable Transliteration” এ টিক দিতে হবে। যদি এই অপশন না দেখা যায় তাহলে “Show all language options” এ ক্লিক করতে হবে। Default transliteration language হিসেবে বাংলা সিলেক্ট করে দিন। এরপর Save করে বের হয়ে আসবেন।

এখন Compose এ যান, দেখবেন Formatting বার এর বাম দিকে “অ” অক্ষরটি দেখাছে। এই সুবিধাটি পেতে এখন আপনাকে “অ” অক্ষরটির উপর ক্লিক করতে হবে। এখন আপনি যা লিখবেন,Space বার চাপার সাথে সাথে তা বাংলায় রুপান্তরিত হয়ে যাবে। Translation বন্ধ করার জন্য আপনাকে আবার “অ” অক্ষরটির উপর ক্লিক করতে হবে

Leave a Comment