একটু প্রাণ খুলে হাসুন !!!২১!!!

##একটা ছেলে যদি একটা মেয়েকে Propose করে,
তখন মেয়েটা ৬ রকমের উত্তর দিতে পারে :-

(১) আমাকে একটু সময় দাও. .
আমি তোমাকে জানাবো. . .
(২) এটা আমার পক্ষে সম্ভব নাহ। But আমরা সব
সময় ভালো Friend হিসেবে থাকতে পারি।
(৩) এখন আমাদের এসব এর
দিকে না গিয়ে পড়ালেখায় মনোযোগ দেওয়া দরকার।
(৪) আমি আরেকটা ছেলে কে খুব Like করি। সরি,
এটা আমার পক্ষে মে বি possible না।
(৫) ঠাশ্,,,,, ঠাশ্,,,,, ঠা..আশ্!! [গালের মধ্যে]।
(৬) এটা বলতে এতোদিন লাগে ! গাধা কোথাকার!
আমিও তো তোমাকে Love করি।. . .♥

আর একটা মেয়ে যদি একটা ছেলেক propose করে,
তাহলে ছেলেদের ৬ রকম উত্তরঃ














(১) হ্যা!!।
(২) হ্যা!!।
(৩) হ্যা!!।
(৪) হ্যা!!।
(৫) হ্যা!!।
(৬) হ্যা!!।

##একজন প্রশ্ন করছে কেন আমাদের মেয়ে ফ্রেন্ড থাকতে গার্লফ্রেন্ড এর দরকার হয়…??
.
.
.
.
.
.
উত্তরটা ছিল এমন – বাতাসে অনেক রকমের গ্যাস আছে যেমন অক্সিজেন , নাইট্রোজেন ,কার্বনডাই অক্সাইড , হাইড্রোজেন ইত্যাদি … কিন্তু বেচে থাকার জন্য শুধু অক্সিজেনটাই দরকার…;p

##ইহা একটি ধ্রুব সত্য! বিশ্বাস না হইলে নিচে নাইমা দেখেনঃ পি

¿

¿

¿

¿

¿

¿

ভালো-খারাপ নির্বিশেষে ( বিশেষ করে মাঝারি মানের ) প্রতিটি ছাত্র-ছাত্রী পরীক্ষা শেষ হওয়ার ঠিক ১৫ মিনিট আগে ( যখন ঘণ্টা বাজে ) সুপার ন্যাচারাল পাওয়ার পায়!

##নতুন যুগের ছাত্র ছাত্রীদের অবস্থাঃ
আমরা স্কুল এ যাই “CLASS” . এ যোগদান এর জন্য
C.L.A.S.S. = Come Late And Sleep Silently.
ঘরে বসে আমরা কি করি?? “STUDY”.
S.T.U.D.Y. = Sleep, TV, Unlimited-sms, Dost, Youtube.
ক্লাস এ আমাদের দেয়া হয় HOMEWORK.”
H.O.M.E.W.O.R.K = Half Of My Energy Wasted On Random Knowledge.
এই হোমওয়ার্ক করার সময় আমরা “TEXTBOOK” এর সাহায্য নেই
TEXTBOOK = TEXTing + faceBOOK

##৯৯% মেয়ে এই প্রশ্নের উত্তর দিতে পারে না….
.
.
… .
.
.
.
.
.
.
.
… .
.
.
.
.
.
.
.
… .
.
.
.
.
.
.
.
… .
.
.
.
.
.
তোমার ফোন নাম্বার কত…??

Leave a Comment